Advertisement
Advertisement
IPL 2024

আইপিএলে দিল্লির অধিনায়ক পন্থই, বড় ঘোষণা সৌরভের দলের

এদিকে সরকারিভাবে নিজেদের নাম বদলে ফেলল আরসিবি।

Delhi Capitals announce captain for IPL 2024, ‘fearless’ Rishabh Pant returns

এবারও কি ঋষভকে মারকুটে মেজাজে দেখা যাবে? ছবি: X হ্যান্ডেল

Published by: Subhajit Mandal
  • Posted:March 20, 2024 12:01 am
  • Updated:March 20, 2024 12:01 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিসিসিআই (BCCI) তাঁকে ফিট ঘোষণা করেছে। এনসিএ-ও ফিট সার্টিফিকেট দিয়েছে। তাও আইপিএলে ঋষভ পন্থকে পুরোদমে পাওয়া যাবে কিনা, সেটা নিয়ে সংশয় ছিল। সেই সংশয় দূর করে দিল দিল্লি ক্যাপিটালস। পন্থ শুধু খেলবেন না, খেলবেন অধিনায়ক হিসাবেই। জানিয়ে দিল সৌরভের দল।

দুবছর পরে ফের লাল-নীল জার্সিতে খেলতে নামছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ভয়াবহ গাড়ি দুর্ঘটনা থেকে সেরে উঠে দলকে নেতৃত্ব দিতে তিনি তৈরি। দিন কয়েক আগেই তাঁকে ফিট সার্টিফিকেট দিয়েছে এনসিএ। তবে কোনও কোনও মহল থেকে শোনা যাচ্ছিল, পন্থ হয়তো এবার ব্যাটিং করলেও উইকেট কিপিং করতে পারবেন না। আবার কেউ কেউ বলছিল, তিনি খেলতে পারেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে। কিন্তু মঙ্গলবার পন্থকে অধিনায়ক ঘোষণা করে সব জল্পনায় ইতি টানল দিল্লি।

Advertisement

[আরও পড়ুন: ‘আফগানিস্তান এখন আমাদের চির প্রতিদ্বন্দ্বী’, বিশ্বকাপের যোগ্যতা পর্বের ম্যাচের আগে সতর্ক সুনীল]

দলের অন্যতম কর্ণধার পার্থ জিন্দল বললেন, “পন্থকে অধিনায়ক হিসাবে আবার স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। পন্থ নির্ভীক ক্রিকেটের প্রতীক। ওকে দলের সঙ্গে মাঠে নামতে দেখার জন্য আমি অপেক্ষা করতে পারছি না।” পন্থ ব্যাট হাতে যেকোনও ম্যাচের রং একাই পালটে দিতে পারেন। গাড়ি দুর্ঘটনার পরে সুস্থ হয়ে এই প্রথমবার প্রথম সারির টুর্নামেন্টে নামছেন তারকা উইকেটকিপার-ব্যাটার। শুধু ব্যাটিং নয়, তরুণ ঋষভ কীভাবে দলকে নেতৃত্ব দেন, সেদিকেও নজর থাকবে।

[আরও পড়ুন: আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ বাতিল অস্ট্রেলিয়ার, কিন্তু কেন?]

এদিকে মঙ্গলবার থেকেই সরকারিভাবে বদলে গেল বিরাট কোহলির (Virat Kohli) ফ্র্যাঞ্চাইজির নাম। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবার থেকে হয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শহরের নামের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই নাম বদল। এদিন আগামী মরশুমের নতুন জার্সিও প্রকাশ করেছে বেঙ্গালুরু।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement