Advertisement
Advertisement
Deepti Sharma

টি-টোয়েন্টি ক্রিকেটে দীপ্তির তেজ, একমাত্র ভারতীয় হিসাবে ১০০ উইকেটের নজির

টি-টোয়েন্টি বিশ্বকাপেই ভারতীয় হিসাবে রেকর্ড দীপ্তির।

Deepti Sharma the first Indian woman to get 100 T20 wickets | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:February 15, 2023 9:31 pm
  • Updated:February 15, 2023 9:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকার মাটিতে আলো ছড়ালেন ভারতের অলরাউণ্ডার দীপ্তি শর্মা (Deepti Sharma)। শুধু ব্যাট হাতে নয়, তাঁর স্পিন বোলিং প্রতিপক্ষের মেরুদণ্ড ভেঙে দিতে পারে। বুধবার ওয়েস্ট ইন্ডিজের মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে তিনটি উইকেট নিলেন দীপ্তি। শেমাইন ক্যাম্পবেল, স্টেফানি টেলর ও অ্যাফি ফ্লেচারের উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গে রেকর্ড বইয়ের পাতায় নাম লিখলেন তিনি। প্রথম ভারতীয় হিসেবে টি টোয়েন্টি ফরম্যাটে একশো উইকেট নেওয়ার নজির গড়লেন দীপ্তি।

[আরও পড়ুন: ‘বাংলার জার্সি পরে চার গোল খাওয়ার কী যুক্তি?’, প্রশ্ন ক্ষুব্ধ বিশ্বজিতের]

জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামিরাও পিছিয়ে তাঁর থেকে। দীপ্তির তেজে ম্লান পুরুষ ক্রিকেটাররাও। ভারতের পুরুষ ক্রিকেটারদের মধ্যে যুজবেন্দ্র চহাল টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ ৯১টি উইকেটের অধিকারী। প্রথম দুটি উইকেট নিয়ে পুনম যাদবকে টপকে যান দীপ্তি। তৃতীয় উইকেটটি নিয়ে একশো উইকেটের ক্লাবে নাম লেখান দীপ্তি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯৬টি উইকেট নিয়ে খেলতে আসেন দীপ্তি। দুটো ম্যাচ খেলেই তিনি একশো ক্লাবের সদস্য হলেন। এদিকে মহিলাদের আইপিএলে লখনউ শহরের ফ্র্যাঞ্চাইজি ইউপি ওয়ারিয়র্সের হয়ে খেলতে দেখা যাবে দীপ্তিকে। নিলামে তাঁর দর ওঠে ২.৬ কোটি। সাম্প্রতিক কালে ব্যাট ও বল হাতে তিনি ভারতকে বহু ম্যাচ জিতিয়েছেন। 

[আরও পড়ুন: ভাইরাল হওয়ার পুরস্কার! বিস্ময় বালিকাকে ক্রিকেট কিট রাজস্থান বিজেপি প্রধানের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement