Advertisement
Advertisement

Breaking News

Deepti Sharma

হ্যাটট্রিক করে নজির দীপ্তির, ব্যাট হাতেও ছড়ালেন আলো

একার হাতে ম্যাচ ঘোরান দীপ্তি।

Deepti Sharma creates record in WPL after claiming hattrick

প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক করলেন আইপিএলে। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:March 9, 2024 1:47 pm
  • Updated:March 9, 2024 1:47 pm  

সংবাদ প্রতিবেদন ডিজিটাল ডেস্ক: মহিলাদের আইপিএলে নজির দীপ্তি শর্মার (Deepti Sharma)। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক করলেন তিনি। মহিলাদের আইপিএলে অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচটি ছিল ইউপি ওয়ারিয়র্স ও দিল্লি ক্যাপিটালসের। দীপ্তির ঘূর্ণিতে ইউপি ওয়ারিয়র্স ১ রানে ম্যাচ জিতে নিল।
১৪-তম ওভারের শেষ বলে দীপ্তি দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক মেগ ল্যানিংকে এলবিডব্লিউ করেন। ১৯-তম ওভারে ফের বল হাতে আক্রমণে ফিরে দীপ্তি আউট করেন অ্যানাবেল সাদারল্যান্ড ও অরুন্ধতী রেড্ডিকে। সাদারল্যান্ডকে ৬ রানে ফেরান দীপ্তি. অন্যদিকে অরুন্ধতী রেড্ডি বড় শট মারতে গ্রেস হ্যারিসের হাতে ধরা পড়েন। তখন খাতাই খোলেননি অরুন্ধতী। এখানেই ক্ষান্ত হননি দীপ্তি। এক বল বাদেই শিখা পাণ্ডের উইকেট তুলে নেন। ৪ চার ওভারে দীপ্তি ১৯ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন। 

[আরও পড়ুন: মেরি কমের রেকর্ড ভাঙার চেষ্টাই আমি করব না, অলিম্পিকের আগে জানিয়ে দিলেন নিখাত]

এর আগে ইউপি ওয়ারিয়র্স প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৩৮ রান করে। কিন্তু ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস দীপ্তির ঘূর্ণিতে কুপোকাৎ হয়ে যায় ১৩৭ রানে। একসময়ে দিল্লি ক্যাপিটালসের রান তাড়া দেখে মনে হচ্ছিল খুব সহজেই বুঝি ম্যাচ জিতে নেবে তারা। ১৪ ওভারে ৯৩ রান হয়ে গিয়েছিল দিল্লির। কিন্তু দীপ্তি ল্যানিংকে ফেরানোর পরেই ম্যাচের গতিপ্রকৃতি বদলে যায়।
মুম্বই ইন্ডিয়ান্সের ইসি অংয়ের পরে দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিকের নজির গড়লেন দীপ্তি। ব্যাট হাতেও দীপ্তি ছড়ান তিনি। ৪৮ বলে ৫৯ রান করেন তিনি। ব্যাটে ও বলে দারুণ ছন্দে ধরা দেন দীপ্তি শর্মা।

Advertisement

[আরও পড়ুন: সিরিজ জয়ের আনন্দের মধ্যেও রোহিতকে নিয়ে চিন্তিত টিম ম্যানেজমেন্ট! কিন্তু কেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement