Advertisement
Advertisement
দীপক চাহার

এবার ঘরোয়া ক্রিকেটে হ্যাটট্রিক চাহারের, তবে পেসারের রেকর্ড ঘিরে বিতর্ক

অনেকেই বলছেন, চাহারের ওটা হ‌্যাটট্রিক নয়।

Deepak Chahar scored another hat-trick in domestic t20 match
Published by: Sulaya Singha
  • Posted:November 13, 2019 2:11 pm
  • Updated:November 13, 2019 2:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিন আগে নাগপুরে হ‌্যাটট্রিক করে রেকর্ড করেছেন। সোশ‌্যাল মিডিয়াতে দীপক চাহারকে নিয়ে এখনও পোস্ট চলছে। কিন্তু একটা হ‌্যাটট্রিকের চব্বিশ ঘণ্টা পরেই আরও একটা হ‌্যাটট্রিক। বাংলাদেশের পর এবার ঘরোয়া টি-টোয়েন্টিতে বিদর্ভের বিরুদ্ধে পরপর তিন বলে তিন উইকেট। যা নিয়ে আইসিসি টুইট করে দেয়। পরে অবশ‌্য বলাবলি শুরু হয়ে যায়, চাহারের ওটা হ‌্যাটট্রিক নয়। বলা হচ্ছে, যেহেতু তিনি তিনটে উইকেট নেওয়ার মধ্যে একটি ওয়াইড বল করেছিলেন, তাই তা হ‌্যাটট্রিক হিসাবে ধরা হবে না। চাহার অবশ‌্য রাতে ফোনে বলে দিলেন, ‘‘দেখুন আমি যতটুকু জানি তিনটে লিগ‌্যাল ডেলিভারি করেছি। এর বাইরে আমি কিছু বলতে পারব না।’’

রাজস্থান প্রথমে ব‌্যাট করে ১০৫ রান করেছিল। তারপরও বিদর্ভকে যে তারা ছয় রানে হারাতে পারল, তার জন‌্য চাহারের ওই ওভারটা। মঙ্গলবার বিকেলে যখন চাহারকে ফোনে ধরা গেল, তিনি তখন টিম মিটিংয়ে ব‌্যস্ত। কিছুক্ষণ পর ফোন করতে বললেন। সে’সব মিটিয়ে রাতে সংবাদ প্রতিদিন-কে বলছিলেন, ‘‘আমি কখনও ভাবতে পারিনি এরকম কিছু করতে পারব। নাগপুরে হ‌্যাটট্রিকের পর এখানে ভাল পারফর্ম করতে পারলাম। দারুণ লাগছে। আরও ভাল লাগছে এটা ভেবেই যে, দুটো ম‌্যাচেই আমার টিম জিতেছে। আর একটা কথা কী জানেন তো? রেকর্ড কখনও হয় না। রেকর্ড তৈরি করতে হয়।’’

Advertisement

[আরও পড়ুন: ডিসেম্বরে আইপিএল নিলামের আগেই কেকেআর থেকে বাদ যেতে পারেন এই তারকারা]

রাজস্থানের এমন একটা জায়গা থেকে চাহারের উঠে আসা, যেখানে ক্রিকেটের খুব একটা চল ছিল না। ক্রিকেট নিয়ে তেমন কেউ আলোচনাও করত না। কিন্তু এই ভারতীয় পেসার অন‌্যরকম কিছু ভেবে রেখেছিলেন। হাজার একটা সমস‌্যা এসেছে। কিন্তু কখনওই ভেঙে পড়েননি। বলছিলেন, ‘‘অনেক খারাপ সময়ের মধ‌্যে দিয়ে যেতে হয়েছে আমাকে। কিন্তু কখনই হতাশ হয়ে পড়িনি। কখনই ভেঙে পড়িনি। বরং আমি সবসময় এটাই ভেবেছি যে, একটা খারাপ দিন যেতেই পারে। সেটা সবার জীবনেই আসে। ওটা নিয়ে ভাবলে চলবে না। কাল আবার একটা নতুন দিন আসবে। আমাকেও নতুনভাবে শুরু করতে হবে।’’

বাংলাদেশের বিরুদ্ধে খেলে আসার চব্বিশ ঘণ্টা পরেই আবার ঘরোয়া ক্রিকেটে নেমে পড়লেন। কোনও সমস‌্যা হয়নি? চাহার পরিষ্কার বলে দিলেন, এটা কোনও সমস‌্যাই নয়। বললেন, ‘‘সম‌স‌্যা আবার কীসের? দেখুন টি-টোয়েন্টিতে যে কোনও বোলারের মাথায় শুধু একটা কথাই ঘোরে, একটাও খারাপ বল করা চলবে না। আমি শুধু সেই মাইন্ডসেট নিয়ে বোলিং করে গিয়েছি।’’

[আরও পড়ুন: মেসির হ্যাটট্রিকের সঙ্গে জুড়ে গেল বিগ বি’র ছবির সংলাপ, অভিনব পোস্ট লা লিগার]

গত বছর ইংল‌্যান্ডে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল। তারপর নিজেকে টিমে প্রতিষ্ঠিত করেছেন। টি-টোয়েন্টি টিমের এখন নিয়মিত সদস‌্য। আইপিএলে যে তাঁর জীবনে অনেকটা বদলে দিয়েছে সেটাও স্বীকার করে নিয়েছেন চাহার। পুণেতে থাকাকালীন মহেন্দ্র সিং ধোনির নজরে পড়ে যান। সেখান থেকে চেন্নাই সুপার কিংস। ধোনির প্রতি অসম্ভব কৃতজ্ঞ। বলছিলেন, ‘‘মাহিভাই আমাকে সবসময় আত্মবিশ্বাস দিয়ে গিয়েছেন।’’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement