Advertisement
Advertisement

Breaking News

IPL 2021

IPL 2021: পাঞ্জাব ম্যাচের পরই দর্শকাসনে বসে থাকা বান্ধবীকে প্রেম নিবেদন চেন্নাইয়ের দীপক চাহারের

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও।

Deepak Chahar Proposes His Girlfriend In Stadium After CSK vs PBKS Match In Dubai | Sangbad Pratidin
Published by: Abhisek Rakshit
  • Posted:October 7, 2021 9:46 pm
  • Updated:October 7, 2021 9:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলার মাঠে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেওয়ার ঘটনা নতুন কিছু নয়। তবে আইপিএলের (IPL 2021) মাঝে কোনও ভারতীয় ক্রিকেটার ভরা গ্যালারির সামনে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন, না এমন ছবি আগে কখনওই দেখা যায়নি। তবে বৃহস্পতিবার দুবাইয়ে (Dubai) সেই ছবিটাই দেখা গেল দীপক চাহারের সৌজন্যে।

চেন্নাই সুপার কিংসের তারকা পেসার দীপক চাহার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএল ম্যাচের শেষে গ্যালারিতে গিয়ে বিয়ের প্রস্তাব দেন বান্ধবীকে। এতদিন গ্যালারিতে দর্শকদের এমন কাণ্ড দেখেছেন অনেকেই। তবে চাহার সেই চিত্রনাট্যে চমক আনলেন বলা যায়।

Advertisement

[আরও পড়ুন: ভারতকে অপমান! বিশ্বকাপের জার্সিতে আয়োজক হিসেবে আমিরশাহীর নাম লিখল পাকিস্তান]

স্বাভাবিকভাবেই চাহারের প্রস্তাবে সম্মতি জানান তাঁর বান্ধবী। দীপকের এমন বিশেষ মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরালও হয়েছে। আইপিএলের তরফেও তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে চাহারের বান্ধবীকে হাঁটু গেড়ে বসে প্রোপোজ করার ভিডিও পোস্ট করা হয়। চেন্নাই সুপার কিংসের তরফেও দীপককে অভিনন্দন জানিয়ে ভিডিও পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়।

পরে দীপক নিজেও ইনস্টাগ্রামে পোস্ট করেন এমন স্মরণীয় মুহূর্তের ছবি। অনেকেই তাঁকে শুভেচ্ছাও জানিয়েছেন।যদিও চেন্নাই এদিনের ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে হেরে যায় চেন্নাই সুপার কিংস। পাঞ্জাব অধিনায়কের দুরন্ত ইনিংসে ছ’উইকেটে ম্যাচটি জিতে নেয় প্রীতির দল। ম্যাচটি সিএসকে জিতলে নিঃসন্দেহে এমন মুহূর্ত বাড়তি উচ্ছ্বাসের হয়ে উঠত। চেন্নাই সমর্থকরা দীপক চাহারকে শুভেচ্ছা জানালেও নেটিজেনদের একাংশের অবশ্য দলের হারের দিনে তারকা পেসারের এমন আচরণ পছন্দ হয়নি। ফলে তাঁরা কটাক্ষ করতেও ছাড়েননি চাহারকে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Deepak Chahar (@deepak_chahar9)

[আরও পড়ুন: সাফ কাপে শ্রীলঙ্কার সঙ্গেও ড্র, বাংলাদেশ ম্যাচের পরে ফের পয়েন্ট নষ্ট ভারতের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement