Advertisement
Advertisement

Breaking News

Deepak Chahar

শুধু আইপিএল নয়, টি-২০ বিশ্বকাপ থেকেও ছিটকে যেতে পারেন দীপক চাহার, চিন্তায় টিম ম্যানেজমেন্ট

এই মরশুমে আইপিএল খেলার কোনও সম্ভাবনাই নেই চাহারের।

Deepak Chahar is set to remain on the sidelines for 4 months | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:April 14, 2022 11:04 am
  • Updated:April 14, 2022 11:04 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে (IPL 2022) ফেরা তো দূরের কথা। টি-২০ বিশ্বকাপের আগেও দীপক চাহারের চোট সেরে ওঠা নিয়ে রীতিমতো সংশয় তৈরি হয়ে গেল। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, আরও অন্তত মাস চারেক মাঠের বাইরে থাকতে হতে পারে টিম ইন্ডিয়ার (Team India) পেসারকে। সেটা আরও বাড়তে পারে। সেক্ষেত্রে টি-২০ বিশ্বকাপেও তাঁর খেলা নিয়ে সংশয় তৈরি হয়ে গিয়েছে।

ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোট পান দুরন্ত ফর্মে থাকা দীপক চাহার (Deepak Chahar)। তারপর শ্রীলঙ্কা সিরিজে খেলতে পারেননি তিনি। আশা ছিল আইপিএলের মাঝপথে প্রত্যাবর্তন হতে পারে সিএসকের পেসারের। সেইমতো এনসিএ-তে গিয়ে রিহ্যাবও শুরু করে দিয়েছিলেন তিনি। কিন্তু সেই রিহ্যাব চলাকালীনই ফের চোট পান চাহার। এনসিএ সূত্রের খবর, নতুন করে চোট পাওয়ায় চাহারের আইপিএলে প্রত্যাবর্তনের রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, টি-২০ বিশ্বকাপেও তাঁর খেলা নিয়ে সংশয় তৈরি হয়ে গিয়েছে। এনসিএ সূত্রের খবর, চাহারের চোট গুরুতর এবং সারিয়ে উঠতে সময় লাগবে।

Advertisement

[আরও পড়ুন: শেষ মুহূর্তে ফিল্ডিং চেঞ্জ, বিরাটকে প্যাভিলিয়নে ফেরানোর নেপথ্যে ফের মাহি ম্যাজিক]

চলতি আইপিএলের নিলামে ১৪ কোটি টাকা দিয়ে চাহারকে কিনেছিল সিএসকে (CSK)। তাঁর অনুপস্থিতিতে নতুন বলে উইকেট তুলতে বেশ সমস্যায় পড়তে হচ্ছে জাদেজার সিএসকে-কে। তাছাড়া ইনিংসের শেষদিকে এসে ব্যাট হাতেও বেশ উপযোগী চাহার। চলতি মরশুমে চেন্নাই যে নিজেদের সেরা ফর্ম দেখাতে পারছে না, তার অন্যতম কারণই হল চাহারের অনুপস্থিতি। চাহার যদি সত্যিই চারমাস অনুপস্থিত থাকেন তাহলে ভারতকেও আগামী দিনে ভালমতো ভুগতে হবে।

[আরও পড়ুন: ২ বছরের মধ্যে স্বমহিমায় ফিরবে ইস্টবেঙ্গল, আগামী মরশুমেও খেলবে ISL]

আগামী চারমাস চাহারের না থাকার অর্থ, আইপিএলের পর ইংল্যান্ড, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া সফরেও তাঁকে পাওয়া যাবে না। অক্টোবরের টি-২০ বিশ্বকাপের (ICC T-20 World Cup) আগে তিনি ১০০ শতাংশ ফিট হবেন কিনা সেটা নিয়েও সংশয় রয়েছে। ২০২১ বিশ্বকাপেই হাফ ফিট হার্দিক পাণ্ডিয়াকে দলে নিয়ে সমালোচনা শুনতে হয়েছিল নির্বাচকদের। সেক্ষেত্রে এবারে চাহার যদি বিশ্বকাপের আগে অন্য কোনও সিরিজে না থেলতে পারেন, তাহলে বিশ্বকাপে তাঁকে নেওয়া হবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement