Advertisement
Advertisement

Breaking News

David Warner India vs Australia

আরও সমস্যায় অস্ট্রেলিয়া, এবার ওয়ার্নারও ফিরে গেলেন দেশে

ভারতের মাটিতে বিধ্বস্ত অবস্থা অস্ট্রেলিয়ার।

David Warner to miss Indore Test against India? । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:February 21, 2023 10:17 am
  • Updated:February 21, 2023 11:55 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃতীয় টেস্টে কি নামবেন ডেভিড ওয়ার্নার (David Warner)? ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia) ওয়ার্নার সম্পর্কে বড় আপডেট দিল। দিল্লিতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে মহম্মদ সিরাজের বলে আঘাত পান ওয়ার্নার। সিরাজের বল ওয়ার্নারের কনুইয়ে লাগে। কনুইয়ে হেয়ারলাইন ক্র্যাক হয় ওয়ার্নারের। পরে কনকাশান হওয়ায় ওয়ার্নারের জায়গায় নামেন ম্যাথু রেনশ। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিল ওয়ার্নারের পক্ষে সিরিজের বাকি টেস্টে নামা আর সম্ভব নয়। ফলে অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছেন ওয়ার্নার। আরও সমস্যায় অজি শিবির। তবে ওয়ার্নার ফিরে যাওয়ার আগেই অস্ট্রেলিয়ার কোচ ম্যাকডোনাল্ড জানিয়েছিলেন, ওয়ার্নারকে নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নয় অস্ট্রেলিয়া শিবির। কিন্তু ঘটনাপ্রবাহ অন্য দিকে মোড় নেয়। ওয়ার্নারের পক্ষে দ্রুত সেরে ওঠা সম্ভব নয়। সেই কারণেই দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে তাঁকে। তিনি না থাকায় অন্য কাউকে ওপেন করতে পাঠাবে অস্ট্রেলিয়া। এখন প্রশ্ন হল কে ওপেন করবেন? 

ভারতের কাছে ছয় উইকেটে হারার পরে অস্ট্রেলিয়ার হেড কোচ জানান,  তৃতীয় টেস্টে ওয়ার্নার নামতে না পারলে ট্রেভিস হেড ওপেন করবেন অস্ট্রেলিয়ার হয়ে। 

Advertisement

[আরও পড়ুন: দিল্লি টেস্ট চলাকালীন কথা কাটাকাটিতে জড়ালেন মার্ক ওয়া-কার্তিক, কিন্তু কেন?]

ম্যাকডোনাল্ড জানান, ভারতে আসার আগেই ম্যানেজমেন্ট স্থির করেছিল কোনও ওপেনার যদি খেলতে না পারেন তাহলে ট্রেভিস হেড ওপেন করবেন। কিন্তু হেডের পক্ষে কি ভারতের বোলারদের সামলানো সম্ভব হবে? ম্যাকডোনাল্ড বলেন, ”এখানে আসার আগেই আমরা আলোচনা করে এসেছি যদি একজন ওপেনিং ব্যাটার খেলতে না পারে তাহলে ট্রেভিস হেডকে খেলানো হবে। উপমহাদেশের পিচের সঙ্গে ট্রেভিস মানিয়ে নিতে পারবে সহজেই।” 

[আরও পড়ুন: Exclusive: ‘কেন সরছ না, শুনতে চাইনি বলেই সরে যাচ্ছি’, বলছেন সানিয়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement