Advertisement
Advertisement
David Warner

ছক্কা হাঁকাতে গিয়ে মাথায় ভেঙে পড়ল ব্যাট, ভরা ময়দানে বেকুব হলেন ওয়ার্নার

আজব ঘটনা দেখে হাসির রোল নেটদুনিয়ায়।

David Warner hilariously hits himself after bat breaks during Big Bash League
Published by: Arpan Das
  • Posted:January 10, 2025 8:47 pm
  • Updated:January 10, 2025 8:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মারতে গেলেন ছয়। বল বাউন্ডারির বাইরে তো গেলই না। উলটে আহত হলেন নিজেই। কীভাবে? ব্যাট ভেঙে। হ্যাঁ, এরকমই ঘটল ডেভিড ওয়ার্নারের সঙ্গে। এই আজব পরিস্থিতি দেখে হাসির রোল নেটদুনিয়ায়।

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের অধিনায়ক ওয়ার্নার। এদিন তাঁদের ম্যাচ ছিল হোবার্ট হারিকেনের সঙ্গে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামেন ওয়ার্নাররা। অধিনায়কের মতো ইনিংসও খেলেন তিনি। ৬৬ বলে ৮৮ রান করেন। তার শুরুতেই অদ্ভুত বিপত্তি।

Advertisement

প্রথম ওভারে বল করতে আসেন রাইলি মেরেডিথ। চতুর্থ বলে শট চালাতে যান ওয়ার্নার। কিন্তু তাতে চার বা ছয় হয়নি। উলটে ব্যাটই ভেঙে যায়। ক্রিকেট মাঠে শট মারতে গিয়ে ব্যাট ভাঙার ঘটনা নতুন কিছু নয়। তবে ওয়ার্নারের শুধু ব্যাট ভাঙেনি, সেই ভাঙা অংশ ঘুরে এসে ওয়ার্নারের মাথাতেই পড়ে। আচমকা মাথায় ব্যাট এসে পড়ায় চমকে যান তিনি। তবে হেলমেট থাকায় গুরুতর চোট লাগেনি।

তারপর নতুন ব্যাটে অবশ্য দাপটের সঙ্গে খেলেন প্রাক্তন অজি ব্যাটার। যদিও ম্যাচ জিততে পারেননি। সিডনির ১৬৪ রান অনায়াসে টপকে যায় হোবার্ট হারিকেনস। টিম ডেভিডের ৩৮ বলে ৬৮ রানের সৌজন্যে ৬ উইকেটে ম্যাচ জেতে তারা। তবে ম্যাচের ফলাফল ছাপিয়ে চর্চায় ওয়ার্নারের মাথায় ব্যাট ভেঙে পড়া। এমনকী ধারাভাষ্যকাররাও এই নিয়ে মজা করেন। হাসির রোল উঠেছে সোশাল মিডিয়ায়। উল্লেখ্য, বিগ ব্যাশ লিগে খেললেও আইপিএলে আনসোল্ড থেকেছেন ওয়ার্নার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement