কেকেআর।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আভাস ছিল কেকেআর-রাজস্থান রয়্যালস (KKR VS RR) ম্যাচের দিন বদলাবে। ১৭ এপ্রিলের নাইটদের ম্যাচ একদিন এগিয়ে আনা হবে, এমন সম্ভাবনা প্রবল ছিল। সেই মতোই মঙ্গলবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হল ১৭ এপ্রিলের কলকাতা নাইট রাইডার্স-রাজস্থান রয়্যালস ম্যাচ এগিয়ে আনা হচ্ছে একদিন। পরিবর্তিত সূচি অনুযায়ী, ১৭ তারিখের পরিবর্তে ১৬ তারিখ কলকাতা ও রাজস্থান ম্যাচের বল গড়াবে ইডেনে (Eden Gardens)। ইডেনে কলকাতার ম্যাচ মানেই বাড়তি আবেগ। ক্রিকেটাররা নিজেদের নিংড়ে দেন ঘরের মাঠে। কলকাতার দর্শকরা দলের দ্বাদশ ব্যক্তি হিসেবে কাজ করে। ইডেনে ম্যাচ মানেই ‘করব, লড়ব, জিতব রে’ ধ্বনি প্রবল থেকে প্রবলতর হয়ে ধরা দেয়। সেই ইডেনেই রাসেলরা নিজেদের মেলে ধরার সুযোগ পাচ্ছেন।
কিন্তু এই ইডেন থেকেই তো ম্যাচটা সরার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। কারণ ১৭ এপ্রিল দেশজুড়ে রামনবমী পালিত হবে। রাজ্যের বিভিন্ন স্থানে রামনবমীর মিছিল বেরোয়। ওই দিন ম্যাচ আয়োজনে নিরাপত্তার সমস্যা নিয়ে চিন্তা প্রকাশ করে কলকাতা পুলিশ। তাদের পক্ষ থেকে ওই দিন ম্যাচ আয়োজন ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয়।
এদিকে কেকেআর (Kolkata Knight Riders) ইডেন ছাড়া অন্যত্র খেলতে রাজি নয়। নাইট শিবির বিকল্প তারিখের কথা জানায় সিএবিকে। সেই মতো ১৬ এপ্রিল ম্যাচ হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছিল। সেই খবর সংবাদ প্রতিদিন ডিজিটালে প্রকাশিতও হয়েছিল। পরিবর্তিত সূচি অনুযায়ী ১৬ এপ্রিল সন্ধ্যায় কেকেআর ও রাজস্থান রয়্যালস ম্যাচ হচ্ছে ইডেন গার্ডেন্সেই।
পূর্ব সূচি অনুযায়ী ১৬ তারিখ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হওয়ার কথা ছিল গুজরাট টাইটান্স-দিল্লি ক্যাপিটালস ম্যাচ। কলকাতার ম্যাচ ১৬ তারিখ হওয়ায়, গুজরাট-দিল্লি ম্যাচ পিছিয়ে যাচ্ছে একদিন। অর্থাৎ পরিবর্তিত সূচি অনুযায়ী, গুজরাট টাইটান্স-দিল্লি ক্যাপিটালস ম্যাচ হবে ১৭ এপ্রিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.