Advertisement
Advertisement
দানিশ কানেরিয়া

বিতর্কের মধ্যেই গেরুয়া পোশাকে ভিডিও প্রকাশ কানেরিয়ার, দিলেন ‘জয় শ্রীরাম’ ধ্বনি

'আমার সব রোজগার বন্ধ করে দিয়েছে', অভিযোগ দানিশ।

Danish Kaneria on how bias worked against him in Pakistan
Published by: Subhajit Mandal
  • Posted:December 29, 2019 11:34 am
  • Updated:December 29, 2019 11:34 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নমস্কার, প্রণাম, জয় শ্রীরাম, বলছেন একজন পাকিস্তানী। কথা হচ্ছে, প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার দানিশ কানেরিয়ার (Danish Kaneria)। যিনি হঠাৎ করেই, পাক ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।  শোয়েব আখতারের একটি বক্তব্য তাঁকে আবার শিরোনামে তুলে এনেছে। হিন্দু হওয়ায় হেনস্তার শিকার হতে হয়েছে কানেরিয়াকে, শোয়েবের এই বক্তব্যকে পুঁজি করে ফের নিজের বিরুদ্ধে হওয়া অন্যায়ের প্রতিবাদ শুরু করেছেন প্রাক্তন পাক স্পিনার। তৎকালীন সতীর্থদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করছেন কানেরিয়া। যাতে রীতিমতো আলোড়িত পাক ক্রিকেট। এসব বিতর্কের মধ্যেই এবার, গেরুয়া পোশাক করে একটি ভিডিও শেয়ার করলেন দানিশ। মুখে বললেন, জয় শ্রীরাম।

Advertisement


পাক ক্রিকেটের অন্যতম বিতর্কিত চরিত্র দানিশ কানেরিয়া। তাঁর বিরুদ্ধে রয়েছে ফিক্সিংয়ের অভিযোগ। ক্রিকেট থেকে আজীবন নির্বাসিত তিনি। নতুন ভিডিওতে এই সব বিতর্কিত বিষয় নিয়েই কথা বলেছেন তিনি। দানিশ ভিডিওটি শুরুই করেন, “নমস্কার, প্রণাম, জয় শ্রীরাম” বলে। তারপরই একের পর এক বিস্ফোরণ ঘটনা।  দানিশের অভিযোগ, পাকিস্তানে তাঁর রোজগারের সমস্ত রাস্তা বন্ধ। ক্রিকেট থেকে তাঁকে দূরে সরিয়ে রাখা হয়েছে। এমনকী, টেলিভিশন চ্যানেলগুলিতে বিশেষজ্ঞ হিসেবেও তাঁকে কাজ দেওয়া হচ্ছে না। ক্রিকেট কর্তাদের বিরুদ্ধে সরব হওয়ায়, যে টিভি চ্যানেলে কাজ করতেন সেই টিভি চ্যানেলও তাঁর টাকা আটকে দিয়েছে বলে অভিযোগ করছেন প্রাক্তন ক্রিকেটার। ম্যাচ গড়াপেটার অভিযোগ প্রসঙ্গে দানিশ বলছেন, “আমি দেশের সাথে বেইমানি করিনি। সবসময় ধর্মের আগে দেশকে রেখেছি। ক্রিকেটের সঙ্গে কোনও সমঝোতা করিনি। আর যাঁরা সত্যিকারের ফিক্সিংয়ে জড়িত তাঁরাই এখন পিসিবিতে বসে আছেন।”

[আরও পড়ুন: ‘রোটেশন পদ্ধতির জন্যই দুর্গতি ছিল বোলারদের’, ধোনিকে তোপ ইশান্ত শর্মার ]


এদিকে, দানিশ যখন এসব অভিযোগ করছেন, তখন শোয়েব আখতার নিজের মন্তব্য থেকে পিছিয়ে এসেছেন। আখতার একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, তাঁর বক্তব্য পুরোপুরি বিকৃত এবং তা ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। আসরে নেমেছেন ইনজামাম উল হক, জাভেদ মিঁয়াদাদের মতো প্রাক্তন ক্রিকেটাররাও। তাঁদের সকলেরই দাবি, টাকার জন্য মিথ্যা কথা বলছেন দানিশ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement