Advertisement
Advertisement

Breaking News

Danish Kaneria

‘পাকিস্তানে যাওয়া উচিত নয় ভারতের’, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে মত কানেরিয়ার

হাইব্রিড মডেলের পক্ষে কানেরিয়া।

Danish Kaneria backs hybrid model for 2025 Champions Trophy
Published by: Krishanu Mazumder
  • Posted:August 30, 2024 2:03 pm
  • Updated:August 30, 2024 2:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনুসৃত হোক হাইব্রিড মডেল। পাকিস্তানের প্রাক্তন স্পিনার দানিশ কানেরিয়ার মত এমনটাই। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতে অনীহা প্রকাশ করেছে ভারত। শেষ পর্যন্ত টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে কিনা তা আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে।
২০০৮ সালের এশিয়া কাপের পরে পাকিস্তানের মাটিতে গিয়ে খেলেনি ভারতীয় দল। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দানিশ কানেরিয়া বলেছেন, ”পাকিস্তানের পরিস্থিতি বিচার করে ভারতের পাকিস্তানে না যাওয়াই উচিত। পাকিস্তানেরও চিন্তাভাবনা করা উচিত। এর পরে আইসিসি সিদ্ধান্ত নিক। চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেল অনুযায়ী হোক। দুবাইয়ে খেলা হোক টুর্নামেন্ট। আমার মতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেল অনুসরণ করা হোক।”

[আরও পড়ুন: কাকে বল করতে ভয় পান? বুমরাহ বললেন…]

ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ভারতীয় বোর্ডের এমন সিদ্ধান্তকে প্রশংসা করেছেন কানেরিয়াও। তিনি বলেছেন, ”ক্রিকেটারদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়াই প্রথম লক্ষ্য হওয়া উচিত। শ্রদ্ধা দ্বিতীয় পদক্ষেপ। অনেকগুলো বিষয় রয়েছে। বিসিসিআই ভাল কাজ করছে। আমার মতে সব দেশেরই চূড়ান্ত সিদ্ধান্ত মেনে নেওয়া উচিত।হাইব্রিড মডেলেই হোক চ্যাম্পিয়ন্স ট্রফি।”
২০২৩ সালের এশিয়া কাপ হাইব্রিড মডেল অনুযায়ী হয়েছিল। শ্রীলঙ্কার মাটিতে খেলেছিল টিম ইন্ডিয়া। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচগুলোই কি পাক-মুলুকে হবে নাকি হাইব্রিড মডেল অনুসরণ করা হবে, তা বলবে সময়। 

Advertisement

[আরও পড়ুন: ভারত সফরের প্রস্তুতি, দেশে না ফিরে কাউন্টি খেলতে যাচ্ছেন শাকিব]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement