সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিস্ফোরণ ঘটালেন দানিশ কানেরিয়া (Danish Kaneria)। শাহিদ আফ্রিদির (Shahid Afridi) বিরুদ্ধে বড় সড় অভিযোগ করলেন পাকিস্তানের প্রাক্তন স্পিনার। কানেরিয়ার অভিযোগ, ধর্ম পরিবর্তন করার জন্য আফ্রিদি তাঁকে চাপ দিতেন। তাঁকে বিভিন্ন ভাবে সমস্যায় ফেলা হত। কানেরিয়ার সঙ্গে বসে খেতেন না কয়েকজন পাক ক্রিকেটার।
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হকের কাছ থেকে সাহায্য পেয়েছিলেন কানেরিয়া। প্রাক্তন পাক স্পিনার বলেন, ”আমার কেরিয়ার ঠিকঠাকই এগোচ্ছিল। কাউন্টিও খেলছিলাম। ইনজামাম উল হক আমাকে খুব সাহায্য করেছিল। একমাত্র ক্যাপ্টেন যে আমার পাশে দাঁড়িয়েছিল। শোয়েব আখতারও আমার পাশে ছিল। শাহিদ আফ্রিদি এবং বেশ কয়েকজন পাকিস্তানের ক্রিকেটার আমাকে সমস্যায় ফেলত। আমার পাশে বসে খেত না। ধর্ম পরিবর্তন করার জন্য আমার উপরে চাপ প্রযোগ করত। কিন্তু আমার কাছে আমার ধর্মই শেষ কথা। শাহিদ আফ্রিদি প্রধান ব্যক্তি যে আমাকে বারংবার ধর্ম পরিবর্তন করার কথা বলত। ইনজামাম উল হক কখনওই আমার সঙ্গে এভাবে কথা বলেনি।”
এখানেই শেষ নয়। কানেরিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও একহাত নিয়েছেন। ভারতের ভূয়সী প্রশংসা করেছেন পাক স্পিনার। তিনি বলেন, ”পিসিবি আমাকে সমর্থন করেনি। কারণ হিন্দু। আমি সব রেকর্ড ভেঙেছিলাম। পারফরম্যান্সের ভিত্তিতে আমাকে দল থেকে বাদ দিতে পারেনি। ওরা জানত, আমি সব রেকর্ড ভাঙতে সক্ষম ছিলাম। একজন হিন্দু এতদূরে উঠেছে এমন দৃষ্টান্ত নেই পাকিস্তানে। ভারত কিন্তু সবাইকেই সুযোগ দেয়।”
উল্লেখ্য, এর আগে শোয়েব আখতার ঠিক একই ভাবে বিস্ফোরণ ঘটিয়েছিলেন। জানিয়েছিলেন, কানেরিয়ার পাশে বসে খাবার খেতে অস্বীকার করতেন একাধিক পাক ক্রিকেটার। তা নিয়ে দারুণ আলোড়ন হয়েছিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.