Advertisement
Advertisement
Big Bash League

বিগ ব্যাশ লিগে মুখোমুখি সংঘর্ষ দুই ফিল্ডারের, স্ট্রেচারে মাঠ ছেড়ে সোজা হাসপাতালে

এখন কেমন আছেন দুই অজি ক্রিকেটার?

Daniel Sams and Cameron Bancroft hospitalised after nasty collision in Big Bash League
Published by: Arpan Das
  • Posted:January 3, 2025 8:37 pm
  • Updated:January 3, 2025 8:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে ম্যাচ চলাকালীন বড়সড় দুর্ঘটনার কবলে দুই ক্রিকেটার। ডেভিড সামস ও ক্যামেরন ব্র্যানক্রফটের মধ্যে ক্যাচ ধরতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। যার জেরে দুজনকেই হাসপাতালে ভর্তি করতে হয়েছে। দুজনেরই কনকাশন হয়েছে কিনা, পরীক্ষা করে দেখা হচ্ছে।

শুক্রবার অপ্টাস স্টেডিয়ামে বিগ ব্যাশ লিগে ম্যাচ চলছিল সিডনি থান্ডার ও পারথ স্কচারের মধ্যে। স্কচারের ব্যাটিংয়ের ১৬তম ওভারে মিড-উইকেটের উপরে একটি বল তুলে মারেন কুপার কনোলি। সেই বল ধরতে দৌড়ন থান্ডারের দুই ফিল্ডার ডেভিড সামস ও ক্যামেরন ব্র্যানক্রফট। দুজনের কেউই খেয়াল করেননি যে, একে-অপরের দিকে দ্রুত এগিয়ে আসছেন।

Advertisement

যার ফল হল মারাত্মক। মুখোমুখি সংঘর্ষে ছিটকে পড়েন দুজনেই। কিছুক্ষণ মাঠে পড়ে থাকেন তাঁরা। যা দেখে রীতিমতো সন্ত্রস্ত হয়ে পড়েন দর্শকরা। ব্র্যানক্রফটের নাক দেখে রক্ত পড়তে দেখা যায়। সঙ্গে সঙ্গে স্ট্রেচারে করে তাঁদের মাঠ থেকে বের করা হয়। পরে হাসপাতালে ভর্তি করা হয়। ১২ মিনিট ম্যাচ বন্ধ থাকার পর ফের শুরু হয়। তবে দুজনেই বর্তমানে সজ্ঞানে রয়েছেন।

এই বিষয়ে সিডনি থান্ডার থেকে জানানো হয়, “দুজনেই এখন কথা বলছেন। খতিয়ে দেখা হচ্ছে ওদের কনকাশন হয়েছে কিনা। হাড় ভেঙেছে কিনা সেটাও পরীক্ষা করা হচ্ছে। ভালো করে পরীক্ষার জন্য ওদের হাসপাতালে পাঠানো হয়েছে।” বিবিএলের ম্যাচে যদিও জয় পেয়েছে সিডনি থান্ডার। ডেভিড ওয়ার্নারের ৪৯ রানের সৌজন্যে তারা হারিয়েছে পারথ স্কচারকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement