সেই মুহূর্ত। বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। ছবি: টুইটার
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসি (ICC) এমন কোনও লিখিত নিয়ম করেনি। কিন্তু দুই দলের প্রতি সম্মান জ্ঞাপন করার জন্য ম্যাচের শেষে প্রতিপক্ষ দুটি দলের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে হাত মেলান। তবে ‘টাইমড অউট’ (Timed Out Controversy) বিতর্কের জেরে এবারের বিশ্বকাপে (CWC 2023) অন্য ছবি দেখা গেল। ম্যাচের শেষে বাংলাদেশের (Bangladesh) ক্রিকেটারদের সঙ্গে শ্রীলঙ্কার (Sri Lanka) ক্রিকেটাররা হাত মেলানোর সৌজন্য দেখালেন না। কিন্তু এমন ঘটনা ঘটল?
সাংবাদিক বৈঠকে এসে অ্যাঞ্জেলো ম্যাথিউজ (Angelo Mathews) বলেন, “আমরা তাদেরকেই সম্মান করব, যারা আমাদের সম্মান করবে।” দিল্লি অরুণ জেটলি স্টেডিয়ামে টাইগার্সদের কাছে ৩ উইকেটে হেরে যাওয়ার পর এমনই মন্তব্য করেছিলেন শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার।
সাংবাদিক বৈঠকের পুরোটা জুড়েই ম্যাথিউজের কাছে প্রশ্ন ছিল তাঁর ‘টাইমড অউট’ নিয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসাবে এভাবে আউট হয়েছিলেন তিনি। বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসানের (Shakib Al Hasan) আবেদনের ভিত্তিতেই ম্যাথিউজেকে এমন আউট দেন আম্পায়াররা। ফলে কোনও বল না খেলেই তাঁকে একরাশ ক্ষোভ নিয়ে সাজঘরে ফিরে যেতে হয়।
অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে দুই দলের ক্রিকেটারদের মধ্যে হাত না মেলানোর ঘটনা নতুন নয়। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত নেপালের ক্রিকেটার সন্দীপ লামিছানের সঙ্গে হাত মেলানোতে অস্বীকার করেছিল স্কটল্যান্ডের ক্রিকেটাররা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.