সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যত কাণ্ড বাবর আজমকে (Babar Azam) নিয়ে। যত চর্চা পাকিস্তান অধিনায়ককে নিয়ে। এবার ওয়াঘার ওপার থেকে প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি (Shahid Afridi) জানিয়ে দিলেন বাবর আজম বড় ব্যাটসম্যান ঠিকই তবে পাক অধিনায়ক মোটেও বিরাট কোহলি বা লোকেশ রাহুলের মতো ম্যাচ উইনার নন।
বুম বুম আফ্রিদির যুক্তি, ”বাবর আজমের রান পাওয়া এক ব্যাপার। আর বাবর আজম রান করে পাকিস্তানকে ম্যাচ জেতাচ্ছে অন্য ব্যাপার। দুটো বিষয় সম্পূর্ণ আলাদা। বিরাট কোহলি, লোকেশ রাহুল রান করে, দলের জয়ে অবদান রাখে। এখানেই বাবর আজমের সঙ্গে বিরাট বা রাহুলের পার্থক্য।”
বাবর আজম আইসিসি ক্রমতালিকায় সবার উপরে। একসময়ে কোহলির সঙ্গে বাবরের তুলনা টানা হতো। চলতি বিশ্বকাপে (CWC 2023) বাবর আজম তীব্র সমালোচিত। তবুও পাক মুলুক থেকে কেউ কেউ বলছেন, ”বাবর আমাদের সম্পদ। বাবারকে ছেড়ে দিন আপনারা।” শাহিদ আফ্রিদি বলছেন, ”সবাই বলে বাবর আজম বড় প্লেয়ার। শীর্ষ স্থানে পৌঁছনো এক ব্যাপার। কিন্তু জায়গা ধরে রাখা কঠিন। বাবর আজম নিজের অবস্থান ধরে রেখেছে ঠিকই। তবে আমি ব্যক্তিগত ভাবে দেখতে চাই বাবর আজম পাকিস্তানকে ম্যাচ জেতাচ্ছে। বাবর আজম একার হাতে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে এই আত্মবিশ্বাস কিন্তু সঞ্চার করতে পারেনি। ৫০-৬০ রান করার ক্ষমতা আছে ওর। কিন্তু ও পাকিস্তানকে ম্যাচ জেতাবে এই আশ্বাস এখনও জোগাতে পারেনি।”
শাহিদ আফ্রিদির সমালোচনা কি বাবর আজম শুনতে পেলেন?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.