Advertisement
Advertisement
CWC 2023 IND vs PAK

CWC 2023 IND vs PAK: ভারতের কাছে লজ্জার হারের পর আরও ব্যাকফুটে মিকি আর্থার! কিন্তু কীভাবে?

শাস্তি পাবেন মিকি আর্থার?

CWC 2023 IND vs PAK: ICC will review the criticism by Mickey Arthur that the India vs Pakistan match। Sangbad Pratidin

বিপাকে বাবর আজমদের 'ডিরেক্টর অফ ক্রিকেট' মিকি আর্থার। ফাইল ছবি

Published by: Sabyasachi Bagchi
  • Posted:October 17, 2023 10:24 am
  • Updated:October 17, 2023 1:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “মনে হচ্ছে ভারতের বিরুদ্ধে এখানে এসে আমাদের দ্বিপাক্ষিক সিরিজ খেলতে হচ্ছে। এটা যে আইসিসি-র প্রতিযোগিতা গ্যালারি দেখে সেটা একবারও মনে হল না।” আহমেদাবাদের (Ahamedabad) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi) টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধে লজ্জাজনক হার হজম করার পর এমনই বেফাঁস মন্তব্য করেছিলেন বাবর আজমদের (Babar Azam)’ডিরেক্টর অফ ক্রিকেট’ মিকি আর্থার (Mickey Arthur)। তাঁর মন্তব্য অনেক অনেক জলঘোলাও হয়েছিল। এবার এই ইস্যু নিয়ে আসরে নেমে গেল খোদ আইসিসি (ICC)। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা স্পষ্ট জানিয়ে দিল যে, তারা মিকি আর্থারের বক্তব্যের কারণ খতিয়ে দেখবে।

বোলারদের পর ব্যাটে দাপট দেখান রোহিত শর্মা (Rohit Sharma)। এর পর সাংবাদিক বৈঠকে এসে মিকি আর্থার সটান বলে দেন, “আমি পাকিস্তানের নামে কিছু শুনেছি এটা বললে মিথ্যা বলা হবে। দেখে মনেই হয়নি আইসিসি-র প্রতিযোগিতা হচ্ছে। মনে হচ্ছিল দ্বিপাক্ষিক সিরিজ় হচ্ছে। বিসিসিআই বোধহয় এই প্রতিযোগিতার আয়োজক। কখনও মাইক্রোফোনে ‘দিল দিল পাকিস্তান’ শুনিনি।”

Advertisement

[আরও পড়ুন: ফুটবলে ‘কালো দিন’, ব্রাসেলসে দুই সুইডিশকে খুন আইএস জঙ্গিদের! বাতিল বেলজিয়াম-সুইডেন ম্যাচ]

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের মতে, মিকি আর্থারের মন্তব্য খুবই আপত্তিজনক! সেদিন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১ লাখের বেশি মানুষ বসে খেলা দেখতে এসেছিলেন। আইপিএল-এর ফাইনালেও এত দর্শক হয়নি, যা ভারত-পাক ম্যাচে হয়েছে। ভারতীয় সমর্থকদের উত্তেজনা ছিল প্রতি মুহূর্তে। ‘ইন্ডিয়া, ইন্ডিয়া…’ চিৎকার শোনা যাচ্ছিল গ্যালারিজুড়ে। সেটা শোনার পরেই ক্ষোভ প্রকাশ করেছিলেন মিকি আর্থার। যা একেবারেই ভালোভাবে নেয়নি আইসিসি।

আইসিসি-র চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেন, “আমাদের প্রতিটি ইভেন্ট নিয়েই বিভিন্ন সমালোচনা হয়। আমরা সব সময় চেষ্টা করি ভালোভাবে ইভেন্ট আয়োজন করার চেষ্টা করি। আরও ভাল করার লক্ষ্য থাকে আমাদের। বিশ্বকাপ (CWC 2023 IND vs PAK) সবে শুরু হয়েছে। আশা করি যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো মিটে যাবে।”

[আরও পড়ুন: ব্যক্তি জীবনে, বন্ধুদের আড্ডায় রোহিত কেমন? জেনে নিন ‘আনটোল্ড স্টোরি’]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement