সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধোনি বনাম রোহিত (MS Dhoni vs Rohit Sharma)। আইপিএলের এই লড়াইটা দেখার অপেক্ষায় থাকতেন সব ক্রিকেটভক্তরাই। মুম্বই ইন্ডিয়ান্সে রোহিত-জমানা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রোহিত বনাম ধোনির মগজাস্ত্রের লড়াইয়েরও অবসান ঘটল। আগামী মরশুমের আইপিএলে আর দেখা যাবে না রোহিত বনাম ধোনির ধুরন্ধর মস্তিষ্কের লড়াই। সোশাল মিডিয়ায় সিএসকে লিখেছে, ”২০১৩-২০২৩: এক দশকের দুর্দমনীয় লড়াই। অনেক শ্রদ্ধা রোহিত শর্মা।”
রোহিতের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন। ধোনির অধিনায়কত্বেও পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকে। সেভাবে বললে আইপিএলের সেরা দুই অধিনায়ক রোহিত ও ধোনি। মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্বের আর্মব্যান্ড সরিয়ে রাখার সঙ্গে সঙ্গেই দুই নেতার ধুরন্ধর মগজাস্ত্রের লড়াইও শেষ হয়ে গেল।
এদিকে হার্দিক পাণ্ডিয়া নতুন অধিনায়ক ঘোষিত হওয়ার পরই মুম্বই ইন্ডিয়ান্সের ফলোয়ার সংখ্যা কমে গেল ৪ লক্ষ। রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের দায়িত্ব নেন ২০১৩ সালে। তার পর থেকেই মুম্বই ইন্ডিয়ান্স সাফল্যের মুখ দেখে। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে।
2013
2023 : A decade of spirited challenge! Much respect, Rohit!
pic.twitter.com/B8rqCmmT5R
— Chennai Super Kings (@ChennaiIPL) December 15, 2023
মুম্বই ইন্ডিয়ান্সের তরফে লেখা হয়েছে, ”২০১৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব গ্রহণ করে রোহিত। তুমি আমাদের বিশ্বাস করতে শিখিয়েছিলে। জয়-পরাজয়ের মধ্যে তুমি আমাদের হাসতে শিখিয়েছিলে। ১০ বছর এবং ৬টি ট্রফির পরে আজ আমরা এখানে। তুমি আমাদের চিরদিনের অধিনায়ক। তোমার পরম্পরা নীল এবং সোনালি রংয়ে লেখা থাকবে। ধন্যবাদ অধিনায়ক রো।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.