Advertisement
Advertisement

Breaking News

MS Dhoni

পরের আইপিএলেও খেলবেন ধোনি, আশাবাদী সিএসকের সিইও

প্লে অফে এবার পৌঁছতে পারেনি সিএসকে।

CSK is hopeful to have MS Dhoni in the next year

ধোনিকে নিয়ে আশায় বুক বাঁধছেন সিএসকে ভক্তরা।

Published by: Krishanu Mazumder
  • Posted:May 23, 2024 5:41 pm
  • Updated:May 23, 2024 5:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৫ সালের আইপিএলে সিএসকে জার্সিতে খেলবেন মহেন্দ্র সিং ধোনি। আশা প্রকাশ করছেন সুপার কিংসের সিইও কাশি বিশ্বনাথ।
ধোনির সিদ্ধান্ত নিয়ে কোনওদিন নাক গলায়নি চেন্নাই সুপার কিংস। ক্রিকেটীয় ব্যাপারে ধোনি যা সিদ্ধান্ত নিয়েছেন, সেটাকেই সমর্থন জানিয়েছে চেন্নাই। চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ এখনও জানে না ধোনি খেলবেন কিনা। এক সাক্ষাৎকারে কাশি বিশ্বনাথ বলেছেন, ”এমএস-এর ভবিষ্যৎ আমার জানা নেই। ও খেলবে কিনা, সেই প্রশ্নের জবাব দিতে পারে কেবল ধোনিই। আমরা এমএসের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে এসেছি। সবকিছু ছেড়ে দিয়েছি এমএসের উপরে। ধোনি ওর সিদ্ধান্ত সঠিক সময়ে জানিয়েছে।”

[আরও পড়ুন: বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের টিকিটের দাম ১৭ লক্ষ টাকা! আইসিসি-কে একহাত নিলেন ললিত মোদি]

আরসিবির কাছে হেরে এবার প্লে অফে পৌঁছতে পারেনি সিএসকে। ধোনি এবং রবীন্দ্র জাদেজা প্রায় অসাধ্যসাধন করে ফেলেছিলেন। কিন্তু যশ দয়ালের বলে ধোনি ফেরার পরই ম্যাচ থেকে হারিয়ে যায় চেন্নাই সুপার কিংস। চেন্নাইকে পাঁচবার আইপিএল খেতাব এনে দিয়েছেন ধোনি। তাঁর সম্পর্কে সিএসকে সিইও বলছেন, ”ধোনি সিদ্ধান্ত নিলে আমরা তৎক্ষণাৎ জানাব বলেই আশা রাখি। আমরা খুব আশাবাদী পরের বছরও ধোনিকে আমরা পাবো। এটাই সমর্থকদের প্রত্যাশা। আমারও প্রত্যাশা।”

Advertisement

[আরও পড়ুন: নাইট পরিবারে সবচেয়ে বেশি দেখনদারি কার? ফাঁস করলেন রাসেল-নারিনরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement