Advertisement
Advertisement
CSK

আইপিএলের আগে বড় ধাক্কা, তারকা বোলারের চোট ভাবাচ্ছে সিএসকে-কে

কে এই তারকা ক্রিকেটার?

CSK in a trouble as star player is hit by injury ahead of IPL 2024

মহেন্দ্র সিং ধোনি। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:March 9, 2024 4:37 pm
  • Updated:March 13, 2024 12:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল (IPL) শুরুর আগে বড় ধাক্কা চেন্নাই সুপার কিংস শিবিরে। শ্রীলঙ্কা ক্রিকেট ফাস্ট বোলার মাথিসা পাথিরানা (Matheesha Pathirana) সম্পর্কে যে তথ্য দিয়েছে তাতে ঘুম উড়তে পারে সিএসকে (CSK) শিবিরের।
আইপিএলের বল গড়ানোর আগেই কিন্তু চাপে চেন্নাই সুপার কিংস। আসন্ন আইপিএলের প্রথমার্ধে ডেভন কনওয়েকে পাবে না চেন্নাই। গত মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে বৃদ্ধাঙ্গুষ্ঠে চোট পেয়েছিলেন তিনি। অস্ত্রোপচার করতে হয় কনওয়ের। মে মাস পর্যন্ত নামতে পারবেন না কনওয়ে।
এরমধ্যেই শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়ে দিয়েছে মাথিসা পাথিরানার হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। 

[আরও পড়ুন: মোদির হিন্দুত্ব মোকাবিলায় জাতগণনা-কৃষক ক্ষোভ, কংগ্রেসের প্রার্থী তালিকায় কোন ইঙ্গিত?]

শ্রীলঙ্কা ও বাংলাদেশের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলবেন না পাথিরানা। বাংলার বাঘেদের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে চোট পান পাথিরানা। হ্যামস্ট্রিংয়ের চোট সারতে সাময় লাগে। কতদিন মাঠের বাইরে থাকতে হবে শ্রীলঙ্কার এই বোলারকে, সেবিষয়ে অবশ্য কিছু জানানো হয়নি শ্রীলঙ্কা ক্রিকেটের তরফে। সিএসকে-র প্রথম ম্যাচ ২২ মার্চ।

Advertisement

ধোনির দলের বিরুদ্ধে সেদিন নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গতবারের আইপিএলে ১২টি ম্যাচ থেকে ১৯টি উইকেট সংগ্রহ করেছিলেন মাথিরানা। এবছর কী করবেন, তা বলবে সময়।

[আরও পড়ুন: কমলের কেন্দ্রেই কংগ্রেসের রক্তক্ষরণ! ‘হাত’ ছেড়ে পদ্মে ৭ কাউন্সিলর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement