Advertisement
Advertisement

Breaking News

Ram Navami

ইদে শুভেচ্ছা, রামনবমীতে পোস্ট নেই কেন? নেটিজেনদের রোষে ‘হিন্দুবিরোধী’ সিএসকে

আইপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজি শামিল রামনবমীর উৎসবে।

CSK faces criticism for not posting Ram Navami wish
Published by: Anwesha Adhikary
  • Posted:April 6, 2025 6:50 pm
  • Updated:April 6, 2025 8:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা তিন ম্যাচ হেরে বেহাল দশা চেন্নাই সুপার কিংসের। এবার মাঠের বাইরেও প্রবল সমালোচনার মুখে পড়ল মহেন্দ্র সিং ধোনির দল। রবিবার রামনবমী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে আইপিএলের অধিকাংশ দল। কিন্তু সেই তালিকায় নেই সিএসকে। তারপরেই নেটদুনিয়ায় কটাক্ষের ঝড় চেন্নাইকে ঘিরে। নেটিজেনদের প্রশ্ন, ইদের শুভেচ্ছা জানালে রামনবমীর শুভেচ্ছা জানাতে কেন আপত্তি চেন্নাই ফ্র্যাঞ্চাইজির?

আইপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজি শামিল রামনবমীর উৎসবে। ঋষভ পন্থ ও রবি বিষ্ণোইয়ের ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়েছে লখনউ সুপার জায়ান্টস। রামলালার মূর্তি দিয়ে সকলকে সঠিক পথে নিয়ে চলার প্রার্থনা জানিয়েছে গুজরাট টাইটান্স। শ্রীরামের কাছে সকলের সুস্বাস্থ্য ও সাফল্যের আশীর্বাদ চেয়ে পোস্ট করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বাদ যায়নি মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স। অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নারও সকলকে রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন।

Advertisement

কিন্তু চেন্নাইয়ের তরফে কোনও শুভেচ্ছাবার্তা মেলেনি। তারপর থেকেই নেটিজেনরা ‘হিন্দুবিরোধী’ বলে তোপ দেগেছেন ইয়েলো আর্মিকে। কয়েকদিন আগে ইদ-উল-ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছিল চেন্নাই। তাহলে রামনবমীতে কেন নীরব পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা? প্রশ্ন নেটদুনিয়ার।

নেটিজেনদের অনেকে বলছেন, প্রত্যেক ধর্মীয় অনুষ্ঠানকেই সমান মর্যাদা দেওয়া উচিত। কেউ আবার বলছেন, হিন্দুদের আবেগে আঘাত করেছে চেন্নাইয়ের এমন আচরণ। তাই চেন্নাইকে সমর্থন করা উচিত নয় বলেই দাবি করেছে নেটদুনিয়ার একাংশ। তাঁদের প্রার্থনা, সিএসকে যেন প্লেঅফ পর্যন্ত যেতে না পেরে। যদিও এমন বিতর্কের মধ্যে পালটা জবাব দেয়নি চেন্নাই ম্যানেজমেন্ট। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement