Advertisement
Advertisement

Breaking News

IPL 2024

ঘরের মাঠে ‘রয়্যাল’ জয় চেন্নাইয়ের, বোলিং বিক্রমে বেঁচে প্লে অফের আশা

৫ উইকেটে জিতল চেন্নাই সুপার কিংস।

CSK beats RR in IPL 2024
Published by: Arpan Das
  • Posted:May 12, 2024 7:04 pm
  • Updated:May 12, 2024 7:27 pm  

রাজস্থান রয়্যালস: ১৪১/৫ (রিয়ান ৪৭, ধ্রুব ২৮, সিমরজিৎ ২৬/৩)
চেন্নাই সুপার কিংস: ১৪৫/৫ (রুতুরাজ ৪২, রাচীন ২৭, অশ্বিন ৩৫/২)
৫ উইকেটে জিতল চেন্নাই সুপার কিংস।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেন্নাইয়ের (Chennai Super Kings) জার্সিতে কি চিপকে লিগের শেষ ম্যাচ খেলে ফেললেন মহেন্দ্র সিং ধোনি? রুতুরাজের দল কি আইপিএলের (IPL 2024) প্লে অফে যোগ্যতা অর্জন করতে পারবে? রাজস্থানের (Rajasthan Royals) বিরুদ্ধে নামার আগে দুটো প্রশ্নই ঘুরছিল চেন্নাই ভক্তদের মধ্যে? প্রথম প্রশ্নের উত্তর এখনও মেলেনি। কিন্তু দ্বিতীয়টির উত্তর অনেকটাই পাওয়া গেল। প্লে অফে ওঠার মরণবাঁচন ম্যাচে সঞ্জু স্যামসনের দলকে ৫ উইকেটে উড়িয়ে দিল চেন্নাই। সেই সঙ্গে শেষ চারের লড়াইয়ে অনেকটাই এগিয়ে রইল তারা। 

Advertisement

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। কিন্তু প্রথম থেকেই মন্থর গতিতে এগোতে থাকে যশস্বীদের (২৪) ইনিংস। পাওয়ার প্লের ৬ ওভারে মাত্র ৪২ রান উঠল। চেন্নাইয়ের ভাঙাচোরা বোলিং বিভাগের বিরুদ্ধে দাপট দেখাতে পারলেন না বাটলাররা (২১)। তুষার দেশপাণ্ডে, সিমরজিৎরা পিচের পুরো সুবিধা তুললেন। বল থমকে ব্যাটে আসছে। সেখানে ধীর গতির বোলিংয়ে থমকে গেল রাজস্থানের ব্যাটিং। সঞ্জু স্যামসনও বড় রান পেলেন না। শেষের দিকে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন রিয়ান পরাগ (৪৭) ও ধ্রুব জুরেল (২৮)। তা সত্ত্বেও মাত্র ১৪১ রান তুলতে পারল রাজস্থান রয়্যালস।

[আরও পড়ুন: জেতা ম্যাচেও মাথা হেঁট নারিনের, টি-টোয়েন্টিতে লজ্জার রেকর্ড নাইট তারকার]

এত স্বল্প পুঁজি নিয়ে জেতা একপ্রকার অসম্ভব। শুরুতে উইকেট তুলে নিতে পারলে তবু কিছুটা সম্ভাবনা ছিল রাজস্থানের। কিন্তু ম্যাচের দ্বিতীয় ওভারে ১২ রান দিলেন সন্দীপ শর্মা। বরং অশ্বিন-চাহালের স্পিন জুটি চাপে রেখেছিল চেন্নাইকে। কম রানে ফিরে যান রাচীন রবীন্দ্র (২৭) ও ড্যারিল মিচেল (২২)। ম্যাচ যত এগোতে থাকে, তত রানের গতি কমতে থাকে চেন্নাইয়ের। তাদের অস্ত্রেই আঘাত করতে থাকেন আবেশ খানরা। সেখান থেকে অধিনায়কের মতো ইনিংস খেললেন রুতুরাজ (৪২)। ফিল্ড অবস্ট্রাকশন করে আউট হলেন জাদেজা। ম্যাচ জিততে তখনও ২১ রান বাকি। ক্রিজের মাঝপথ দিয়ে দৌড়তে গিয়ে সঞ্জুর ছোঁড়া বল তাঁর পিঠে লাগে। আম্পায়ার আউট দিলে রীতিমত বিরক্ত হন তিনি। জাদেজা ফিরে গেলেও বিন্দুমাত্র চিন্তার মুহূর্ত তৈরি হয়নি রুতুরাজের জন্য। তাঁর দাপটে ৫ উইকেটে ম্যাচ জিতে নিল চেন্নাই।

কিন্তু ধোনিকে ব্যাট হাতে দেখার স্বপ্ন অপূর্ণ থেকে গেল চিপকের দর্শকের। ম্যাচের আগে সমর্থকদের মাঠে অপেক্ষা করার আর্জি জানায় চেন্নাই। সেটা কি ধোনি বিদায়ের আয়োজন? জল্পনা ছড়িয়েছিল ক্রিকেট মহলে। শেষ পর্যন্ত ম্যাচ জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়লেন ধোনি। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফের লড়াইয়ের অনেকটাই এগিয়ে রইল চেন্নাই। উঠে এল তিন নম্বরে। শেষ চারের যুদ্ধের শেষ ম্যাচটি হবে চিপকে। ফাইনালও এই মাঠেই। সেখানে কি ফিরতে পারবেন ধোনি? অপেক্ষায় থাকবেন চেন্নাই ভক্তরা।

[আরও পড়ুন: আজীবন বর্ণবিদ্বেষী কটাক্ষ সহ্য করতে হয়েছে! চাঞ্চল্যকর অভিযোগ শ্রীসন্থের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement