সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত মরশুমে আইপিএল ছিল ওয়ানডে বিশ্বকাপ শুরুর ঠিক আগে। চেন্নাইয়ের জার্সি গায়ে ধোনি বাইশ গজে নামতেই তাঁর পারফরম্যান্স নিয়ে বিস্তর কাটাছেঁড়া হয়েছিল। কেউ বলেছিলেন, টি-টোয়েন্টির মতো ছোট ফরম্যাটে খেলার ‘দম’ হারিয়েছেন ধোনি। কেউ বলেছিলেন, এভাবে খেলতে জাতীয় দলে জায়গা পাওয়া কঠিন। অদ্ভুতভাবে এবারও সেই একইরকম পরিস্থিতি সামনে দাঁড়িয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। এবারও শোনা যাচ্ছিল, আইপিএলকেই নাকি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ হিসেবে দেখছেন ক্যাপ্টেন কুল। অর্থাৎ এবারও যে আতস কাচের নিচে রেখে তাঁর পারফরম্যান্স বিচার করা হত, তা বলাই বাহুল্য। কিন্তু ধোনি তো আছেন ধোনিতেই। তাঁর ভাবনা বোঝা মুশকিলই নয়, না মুমকিন। তাই হাজারো জল্পনায় জল ঢেলে ঠিক আইপিএল শুরুর আগেই অবসর ঘোষণা করে দিলেন মাহি।
View this post on InstagramThanks a lot for ur love and support throughout.from 1929 hrs consider me as Retired
ইনস্টাগ্রামের একটি ৪ মিনিট ৭ সেকেন্ডের ভিডিও পোস্ট করেছেন মাহি। যেখানে অমিতাভ বচ্চনের ‘কভি কভি’ ছবির ‘ম্যায় পল দো পল কা শায়ার হুঁ’ গান দিয়ে নিজের সাফল্যের সফর তুলে ধরেছেন ধোনি। আর শেষটায় শোনা যাচ্ছে অমিতাভ বচ্চনের গলা। মাথা উঁচু করে বিদায় জানাচ্ছেন সকলকে। আর ব্যাকগ্রাউন্ডে ভেসে উঠছে শতশত হাততালি। এভাবেই তো সমর্থকদের শব্দব্রহ্মের মাঝে খেলেছেন তিনি। আর আন্তর্জাতিক কেরিয়ারের শেষে নিজেই নিজের জন্য হাততালি দিলেন তিনি।
Every cricketer has to end his journey one day, but still when someone you’ve gotten to know so closely announces that decision, you feel the emotion much more. What you’ve done for the country will always remain in everyone’s heart…… pic.twitter.com/0CuwjwGiiS
— Virat Kohli (@imVkohli) August 15, 2020
তবে তিনি অবসর ঘোষণা করার পর থেকেই ধোনিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বিরাট কোহলি থেকে শচীন তেণ্ডুলকর- প্রত্যেকেই। বীরেন্দ্র শেহওয়াগ যেমন লিখেছেন, ধোনির মতো আর একজনকে পাওয়া অসম্ভব। যাঁর হাত ধরে জাতীয় দলে পা রেখেছিলেন ধোনি, সেই সৌরভ গঙ্গোপাধ্যায় জানালেন, ধোনির অধিনায়কত্ব মিস করবেন।
Not an azaadi cricket lovers wanted from.
Thank you for the innumerable memories together and wish you a great and equally inspiring life ahead. https://t.co/WtT0Xd3A8H— Virender Sehwag (@virendersehwag) August 15, 2020
Your contribution to Indian cricket has been immense, @msdhoni. Winning the 2011 World Cup together has been the best moment of my life. Wishing you and your family all the very best for your 2nd innings. pic.twitter.com/5lRYyPFXcp
— Sachin Tendulkar (@sachin_rt) August 15, 2020
ঠান্ডা মাথার ধোনির প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, ধোনির হেলিকপ্টার শট সকলে মিস করবে। তাঁর সেরা টাইমিং, ফিনিশিংয়ের প্রশংসা করেছেন কিংবদন্তি সুনীল গাভাসকর। আর প্রত্যেকেই দেশকে এতকিছু দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। আর স্ত্রী সাক্ষী? ধোনির পোস্টের নিচে একটি ভালবাসা আর প্রণামের ইমোজি দিয়েই বুঝিয়ে দিয়েছেন স্বামীর সিদ্ধান্তে তিনি খুশি।
.@msdhoni has mesmerized millions through his unique style of cricket. I hope he will continue to contribute towards strengthening Indian cricket in the times to come. Best wishes for his future endeavours.
World cricket will miss the helicopter shots, Mahi!
— Amit Shah (@AmitShah) August 15, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.