Advertisement
Advertisement
Prithvi Shaw

আইপিএলের রোজগার থেকেই বান্দ্রায় বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনলেন পৃথ্বী শ, জানেন কত দাম?

২০১৮ সাল থেকে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন পৃথ্বী।

Cricketer Prithvi Shaw purchases worth Rs 10.5 crore apartment। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:May 3, 2022 8:34 pm
  • Updated:May 3, 2022 8:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বপ্নের বাড়ির কথা কে না ভাবেন? তরুণ ক্রিকেটার পৃথ্বী শ’ও (Prithvi Shaw) কি ভাবেননি? বান্দ্রায় এক বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনলেন তিনি। যার মূল্য ১০ কোটি ৫০ লক্ষ টাকা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি তেমনই।

কত বড় এই অ্যাপার্টমেন্ট? জানা যাচ্ছে, ২ হাজার ২০৯ বর্গ ফুটের কার্পেট এরিয়া। একটি টেরেস ১ হাজার ৬৫৪ বর্গ ফুটের। এর জন্য ৫২ কোটি ৫০ লক্ষ টাকা স্ট্য়াম্প ডিউটি বাবদ দিতে হয়েছে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ককে। গত ২৮ এপ্রিল এক বহুতলের নবম তলায় ওই অ্যাপার্টমেন্টটি কেনেন তিনি। অ্যাপার্টমেন্টের পাশাপাশি তিনটি কার পার্কের জায়গাও কিনেছেন পৃথ্বী।

Advertisement

[আরও পড়ুন: নাইট ক্লাবে রাহুলের সঙ্গে কে এই রহস্যময়ী? নানা মুনির নানা মত সোশ্যাল মিডিয়ায়, তুঙ্গে জল্পনা]

ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে খেলা পৃথ্বী আইপিএলে (IPL) দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন। ২০১৮ সালে ১ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে তাঁকে কিনেছিল দিল্লি। এবার অবশ্য নিলামে তোলা হয়নি তাঁকে। দিল্লি ক্যাপিটলস (Delhi Capitals) সাড়ে সাত কোটি টাকা দিয়ে ধরে রেখেছিল পৃথ্বীকে। এবারের আইপিএলে মাঝারি মানের পারফরম্যান্স করেছেন তরুণ এই ক্রিকেটার। ২টি অর্ধশতরান-সহ ৯ ম্যাচে ২৫৯ রান করেছেন তিনি।

১৮ বছর বয়সে টেস্টে অভিষেক হয় পৃথ্বীর। রাজকোটের সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সর্বকনিষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসেবে শতরান করেন তিনি। যদিও এরপরও ভারতীয় দলে তাঁর এযাবৎ ‘জার্নি’ খুব একটা মসৃণ নয়। এখনও পর্যন্ত ভারতের হয়ে দুটি টেস্টে খেলতে দেখা গিয়েছে তাঁকে।

ক্রিকেটার হিসেবে প্রতিশ্রুতিমান পৃথ্বী বিতর্কেও জড়িয়েছে অনেকবার। গত বছর লকডাউনে নিয়ম না মেনে মুম্বই থেকে গোয়া যাওয়ার চেষ্টা করার অভিযোগে তাঁকে আটক করেছিল মহারাষ্ট্র পুলিশ। পৃথ্বীর মতো তারকা ক্রিকেটার এই দায়িত্বজ্ঞানহীন কাজ করলেন কী করে, তা নিয়ে প্রশ্ন উঠেছিল সেই সময়। তারও আগে ২০১৯ সালের সৈয়দ মুস্তাক আলি ট্রফি চলার সময় কাফ সিরাপ খেয়েছিলেন পৃথ্বী। এর ফলে ডোপিং বিধি লঙ্ঘিত হয়েছিল, কেননা ওই সিরাপ ছিল নিষিদ্ধ। এরপরই তাঁকে আট মাসের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

[আরও পড়ুন: ‘স্বামীকে অন্য নারীর সঙ্গে ভাগ করে নিতে চান না ভারতীয় মহিলারা’, মন্তব্য হাই কোর্টের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement