Advertisement
Advertisement

Breaking News

WB Elections 2021

মমতার মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হচ্ছেন মনোজ-বীরবাহা, নেই জুন-লাভলিরা

সোমবার শপথ নেবেন নতুন মন্ত্রীরা।

Cricketer Manoj Tiwari, actress Birbaha Hansda included in Mamata Banerjee's new Cabinet | Sangbad Pratidin
Published by: Abhisek Rakshit
  • Posted:May 9, 2021 6:53 pm
  • Updated:May 9, 2021 7:08 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: রাজ্যে মিটেছে ভোটপর্ব (WB Elections 2021)। ২০০-রও বেশি আসন নিয়ে ফের ক্ষমতায় ফিরেছে তৃণমূল কংগ্রেস (TMC)। তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইতিমধ্যে বিধানসভায় শপথ নিয়েছেন বিধায়করাও। এই পরিস্থিতিতে সোমবার গঠিত হবে রাজ্যের নয়া মন্ত্রিসভা। এদিন শপথ নেবেন সবমিলিয়ে মোট ৪৩ জন মন্ত্রী। আর এই তালিকাতেই রয়েছে প্রথমবার ভোটে নেমে জয়ী ক্রিকেটার মনোজ তিওয়ারি এবং সাঁওতালি সিনেমার অভিনেত্রী বীরবাহা হাঁসদার নাম। তবে মন্ত্রিসভায় নেই জুন মালিয়া, লাভলি মৈত্র, রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিকের মতো টলিউডের তারকারা।

এবারের ভোটে তৃণমূল-বিজেপি দুই দলই একাধিক তারকাকে প্রার্থী করে। তৃণমূলের প্রার্থী হন মনোজ তিওয়ারি (Manoj Tiwari), বিদেশ বসু, সায়নী ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তী (Raj Chakraborty), চিরঞ্জিৎ, লাভলি মৈত্র, অদিতি মুন্সি, কৌশানি মুখোপাধ্যায়। অন্যদিকে, বিজেপির প্রার্থী হন- সাংসদ বাবুল সুপ্রিয়, লকেট চট্টোপাধ্যায়, পার্ণো মিত্র, পায়েল সরকার, কল্যাণ চৌবে, শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এর মধ্যে সায়নী, সায়ন্তিকা, কৌশানিকে বাদ দিলে বেশিরভাগ তারকাই তৃণমূলের হয়ে জয় পেয়েছেন। তবে নয়া মন্ত্রিসভায় তাঁদের কাউকেই অবশ্য রাখা হয়নি।

Advertisement

[আরও পড়ুন: ‘গুরুদেব’ মোদির ‘শিষ্যা’ কঙ্গনা! ফেসবুকে ছবি শেয়ার করে কী লিখলেন শ্রীলেখা?]

তৃণমূল সূত্রে খবর, হাওড়ার শিবপুর থেকে জেতা মনোজ পেতে পারেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রীর ভার। তবে বীরবাহা (Birbaha Hansda) কোন মন্ত্রক পাবেন, তা অবশ্য জানা যায়নি। তবে তিনিও প্রতিমন্ত্রী হচ্ছেন। এবারের ভোটে মনোজ হারিয়েছেন বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তীকে। পেয়েছেন মোট ৯২ হাজার ৩৭২টি ভোট। অন্যদিকে, বীরবাহা জিতেছেন ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্র থেকে। হারিয়েছেন বিজেপি প্রার্থী সুকুমার সতপথীকে। বীরবাহা হাঁসদা পেয়েছেন ৫৪.২৬ শতাংশ ভোট, আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী পেয়েছেন ৩৫.৩১ শতাংশ ভোট।

[আরও পড়ুন: মালদ্বীপে কোভিডবিধি ভেঙে শাস্তির মুখে বেঙ্গালুরুর ফুটবলাররা, কড়া বার্তা ক্লাব কর্তার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement