Advertisement
Advertisement
Eden Gardens

ইডেনে আচমকাই পাকিস্তান ম্যাচের দিন ঘিরে সংশয়, ভারতীয় বোর্ডের কাছে আবেদন সিএবি’র!

শনিবার ইডেন পরিদর্শনে আইসিসি ও বিসিসিআইয়ের প্রতিনিধি দল।

Cricket World Cup: Uncertainty over Pakistan match at Eden Gardens | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:August 5, 2023 4:00 pm
  • Updated:August 5, 2023 4:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন ওয়ানডে বিশ্বকাপের পাঁচটি ম্যাচ ইডেনের ঝুলিতে। তবে শোনা যাচ্ছে, একটি ম্যাচের দিনক্ষণ ঘিরে তৈরি হয়েছে জটিলতা। তবে কি বদলে যেতে পারে ম্যাচের তারিখ? শুরু জল্পনা।

ইডেনে বিশ্বকাপের (ICC World Cup 2023) প্রথম ম্যাচ ২৮ অক্টোবর। অর্থাৎ পুজো শেষ হতেই কলকাতায় শুরু ক্রিকেট পুজো। নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামবে বাংলাদেশ। পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচ ৩১ অক্টোবর। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের আসর বসবে ৫ নভেম্বর। আর ১২ নভেম্বর হবে ইংল্যান্ড বনাম পাকিস্তান। ১৬ নভেম্বরের দ্বিতীয় সেমিফাইনালও পেয়েছে ক্রিকেটের নন্দনকানন। কিন্তু জটিলতা তৈরি হয়েছে ১২ নভেম্বরের ম্যাচ ঘিরে। আসলে সেদিনই কালীপুজো। ফলে সেদিন পুজো ঘিরে শহর ও শহরতলী উপচে পড়া ভিড়ের সাক্ষী থাকবে। এমন পরিস্থিতিতে ইডেনে ম্যাচ থাকলে নিরাপত্তা নিয়ে সমস্যা হতে পারে। বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করাও বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে আয়োজকদের পক্ষে। আর সেই কারণেই ম্যাচের দিন বদলানোর জন্য ভারতীয় বোর্ডের কাছে আবেদন জানিয়েছে সিএবি বলে খবর। বিষয়টি নিয়ে এবার কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেটাই দেখার।

Advertisement

[আরও পড়ুন: রাহুলের সাংসদ পদ ফেরাতে গড়িমসি! স্পিকারের ভূমিকায় ‘সন্দিহান’ কংগ্রেস]

উল্লেখ্য, ইতিমধ্যেই নবরাত্রির জন্য বদলে গিয়েছে ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের দিন। আহমেদাবাদে প্রথমে ১৫ অক্টোবর ম্যাচ হওয়ার কথা থাকলেও পরে তা এগিয়ে ১৪ অক্টোবর করা হয়েছে। বদলে গিয়েছে পাকিস্তান বনাম শ্রীলঙ্কার ম্যাচের দিনও। ১২ অক্টোবরের পরিবর্তে বাবর আজমরা ১০ অক্টোবর খেলবেন হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে। আরও কয়েকটি ম্যাচের দিন বদলানোর কথা। যা খবর, আগামী মঙ্গলবারই নতুন সূচি ঘোষণা করে দেবে আইসিসি।

এদিকে শনিবার ইডেন পরিদর্শনে পৌঁছে গিয়েছিল আইসিসি ও বিসিসিআইয়ের প্রতিনিধি দল। ক্লাব হাউস, মাঠ, প্রেস ক্লাব ঘুরে দেখেন তাঁরা। সিএবি কর্তাদের সঙ্গে বৈঠকও করেন। সবদিক খতিয়ে দেখে আইসিসির কাছে রিপোর্ট জমা দেওয়া হবে।

[আরও পড়ুন: কাউন্টিতে অভিষেক ম্যাচে হতশ্রী আউট, পড়ে গিয়ে নিজেই উইকেট ভাঙলেন পৃথ্বী শ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement