Advertisement
Advertisement

Breaking News

টিম হোটেলে ক্রিকেটারদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ, প্রশ্নের মুখে নিরাপত্তা

অভিযোগ তিন ভারতীয় অতিথির বিরুদ্ধে।

Cricket world cup: Team India's privacy violated, hotel takes action
Published by: Sulaya Singha
  • Posted:June 29, 2019 1:52 pm
  • Updated:June 29, 2019 1:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের টিম হোটেলে সুস্থ-স্বাভাবিকভাবে থাকতে পারছেন না ভারতীয় দলের ক্রিকেটাররা! প্রশ্নের মুখে তাঁদের নিরাপত্তা! হোটেল স্টাফদের কাছে এমনই অভিযোগ জানাল টিম ম্যানেজমেন্ট। ব্যাপারটা কী?

রবিবারই ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে কঠিন লড়াইয়ে নামবে কোহলি অ্যান্ড কোং। আর তার আগে ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করার অভিযোগ তুলল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অভিযোগ, তিনজন ভারতীয় অতিথি কারও অনুমতি না নিয়ে টিম হোটেলে ঢুকে ক্রিকেটারদের পরিবারের সঙ্গে ছবি তোলার চেষ্টা করেন। স্বাভাবিকভাবেই ওই তিন ভারতীয়র কাণ্ডকারখানায় বেশ বিরক্ত ভারতীয় শিবির। শুক্রবার স্থানীয় সময় বিকেল সাড়ে চারটে নাগাদ আবার ওই একই অতিথিদের হোটেলের লবিতে চিৎকার-চেঁচামেচি করতে দেখা গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: কোহলিদের নয়া গেরুয়া জার্সির পিছনে লেখা ‘জয় শ্রীরাম’! ব্যাপারটা কী?]

বার্মিংহ্যামে খেলা থাকলে সাধারণত হায়াত রিজেন্সিতেই টিম ইন্ডিয়ার থাকার ব্যবস্থা করা হয়। তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সবরকম ব্যবস্থা নেয় হোটেল কর্তৃপক্ষ। অন্যান্য অতিথিরা যাতে ক্রিকেটার বা তাঁদের পরিবারের ধারেকাছে ঘেঁষতে না পারে, তার জন্য থাকে কড়া নিরাপত্তা। কিন্তু এবার ধরা পড়ল অন্য ছবি। অনুমতি ছাড়াই একপ্রকার জোর করে ভারতীয় তারকাদের সঙ্গে ছবি তোলার চেষ্টা করেন তিনজন। এই ঘটনার পরই টিম ম্যানেজমেন্টের তরফে বলা হয়েছে, ওই তিনজনকে অনিচ্ছুক ব্যক্তির তকমা দেওয়া হোক। জানা গিয়েছে, ভারতীয় দল অভিযোগ জানানোর পরই হোটেল কর্তৃপক্ষ তিন অতিথিকে সতর্ক করেছে। তাঁদের এমন আচরণ দ্বিতীয়বার সহ্য করা হবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে কোহলিদের আশ্বস্ত করা হয়, তাঁদের ব্যক্তি স্বাধীনতায় আর কেউ হস্তক্ষেপ করবে না।

বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলের জন্য টিম হোটেলে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করেছে আইসিসি। তারপরেও কীভাবে এমন ঘটনা ঘটল, সে নিয়েই উঠছে প্রশ্ন। যদিও বিষয়টি এবার কড়া হাতে সামাল দিচ্ছে হোটেল কর্তৃপক্ষ বলেই জানা গিয়েছে।

[আরও পড়ুন: সমস্যা মিটলেই বাগানে আসছে নতুন স্পনসর, বার্ষিক সভায় নিশ্চিত করল ক্লাব]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement