সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপ। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজ ছাড়াও বিশ্বকাপের আগে আরও দুটো ম্যাচ পাচ্ছে টিম ইন্ডিয়া (Team India)। তবে শুধু ভারত নয়। বিশ্বকাপে যে ১০টি দল অংশগ্রহণ করছে, সব দলই দুটি করে প্রস্তুতি ম্যাচ পাচ্ছে। বুধবার সূচি ঘোষণা করেছে আইসিসি।
বিশ্বকাপের ওয়ার্ম আপ বা প্রস্তুতি ম্যাচে ভারত খেলবে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং নেদারল্যান্ডের বিরুদ্ধে। ৮ অক্টোবর, চেন্নাইতে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে ভারতের। তার আগে ৩০ সেপ্টেম্বরই ইংল্যান্ডের বিরুদ্ধে গুয়াহাটিতে প্রস্তুতি ম্যাচ খেলবে রোহিতের ভারত। টিম ইন্ডিয়ার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ নেদারল্যান্ডের বিরুদ্ধে। তিরুবনন্তপুরমে। সেখান থেকেই চেন্নাই উড়ে যাবেন রোহিতরা।
আইসিসি (ICC) জানিয়েছে, এই প্রস্তুতি ম্যাচগুলি শুরু হবে ভারতীয় সময় দুপুর দুটোয়। স্কোয়াডে থাকা ১৫ সদস্যকেই ঘুরিয়ে ফিরিয়ে খেলানো যাবে। ভারতের মতো বিশ্বকাপের দাবিদার অন্য দেশগুলিও কঠিন পরীক্ষার মাধ্যমেই বিশ্বকাপের (World Cup 2023) প্রস্তুতি নেবে। পাকিস্তান যেমন খেলবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে। আবার বাংলাদেশ খেলছে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকা খেলবে আফগানিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
এদিকে আইসিসি যেদিন বিশ্বকাপের প্রস্তুতি পর্বের সূচি ঘোষণা করল সেদিনই বিসিসিআই (BCCI) ঘোষণা করল বিশ্বকাপের টিকিটিং পার্টনারের নাম। বিশ্বকাপের সব টিকিট অনলাইনে মিলবে BookMyShow থেকে। বিশ্বকাপের ৫৮টি ম্যাচে এবং ১০টি প্রস্তুতি ম্যাচের টিকিট পাওয়া যাবে ওই অনলাইন প্লাটফর্ম থেকেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.