Advertisement
Advertisement

Breaking News

Cricket World Cup 2023

Cricket World Cup 2023: ইডেনে জাতীয় পতাকার অবমাননা! রেগে আগুন গাভাসকর, দেখুন ভিডিও

ঘটনা ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের ঠিক পরের।

Cricket World Cup 2023: 'Defaced' India Flag Angers Sunil Gavaskar | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:November 8, 2023 9:33 am
  • Updated:November 8, 2023 9:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় পতাকার অবমাননা! রেগে আগুন সুনীল গাভাসকর। এমনকী ঘটনায় এতটাই ক্ষুব্ধ কিংবদন্তি যে পুলিশকেও এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আবেদন জানান তিনি।

ঘটনা ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের। প্রোটিয়াদের মাত্র ৮৩ রানে গুটিয়ে দেয় রোহিত বাহিনী। সেই সঙ্গে লিগ তালিকার শীর্ষে থেকে সেমিফাইনালে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। সেই ম্যাচের শেষেই ক্রীড়া সঞ্চালিকা ময়ন্তী ল্যাঙ্গার, রবি শাস্ত্রীর সঙ্গে মাঠের একপ্রান্তে দাঁড়িয়ে খেলা নিয়ে বিশ্লেষণ করছিলেন গাভাসকরও। সেই সময় ডেকে নেওয়া হয় ওই ম্যাচে ৭৭ রানের দুরন্ত ইনিংস খেলা শ্রেয়স আইয়ারকেও। কিন্তু শ্রেয়সকে প্রশ্ন করার ইচ্ছে থাকলেও পারেননি সানি। পরে তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, সেই সময় একটি জাতীয় পতাকা তাঁর মনোযোগ নষ্ট করে দিয়েছিল।

Advertisement

[আরও পড়ুন: নীতি নেই, সংগঠন নেই, পদ নিয়েই ব্য়স্ত নেতারা! ফের বঙ্গ বিজেপিকে তুলোধোনা তথাগতর]

গাভাসকরের কথায়, “হ্যাঁ, শ্রেয়সকে কিছু জিজ্ঞেস করতে চাইছিলাম। কিন্তু মনটা অন্যদিকে চলে গেল। গ্যালারির দিকে নজর যেতে দেখলাম, ভারতের পতাকার মধ্যে একটা কোম্পানির নাম লেখা। এটা একেবারেই উচিত নয়। জাতীয় পতাকাকে এভাবে অবমাননা করা চলে না। আমার মনে হয়, পরবর্তীতে এধরনের ঘটনা ঘটলে পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত। কোনও কোম্পানি তেরঙ্গায় তাদের লোগো কিংবা পণ্যের ছবি ব্যবহার করলে, কড়া ভাবে সতর্ক করা উচিত বলেই আমি মনে করি।”

গত ৫ নভেম্বর বিরাট কোহলির জন্মদিনে ঐতিহাসিক সব মুহূর্তের সাক্ষী ছিলেন ইডেনে উপস্থিত দর্শকরা। ওয়ানডে-তে ৪৯ তম সেঞ্চুরি হাঁকিয়ে শচীন তেণ্ডুলকরের রেকর্ড স্পর্শ করেন কোহলি। আবার পাঁচ উইকেট তুলে নিয়ে তাক লাগান রবীন্দ্র জাদেজা। সব মিলিয়ে জমে উঠেছিল ক্রিকেটের নন্দনকানন। তবে ম্যাচ শেষে জাতীয় পতাকার অবমাননায় ক্ষুব্ধ গাভাসকর। 

[আরও পড়ুন: অবিশ্বাস্য ম্যাক্সওয়েলের অসাধ্য সাধন, বাগে পেয়েও অজিদের হারাতে পারল না আফগানিস্তান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement