Advertisement
Advertisement
Cricket World Cup 2023

Cricket World Cup 2023: ‘ওরা আমাদের খুব যত্নে রেখেছে’, ‘শত্রু’ ভারতের আতিথেয়তার প্রশংসায় বাবর

নেদারল্যান্ডস ম্যাচ শুরুর আগে ভারতের প্রশংসায় বাবর।

Cricket World Cup 2023: Babar Azam said that the squad is enjoying their time in India । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:October 6, 2023 4:24 pm
  • Updated:October 6, 2023 5:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে পা রাখা ইস্তক পাকিস্তান অধিনায়ক বাবর আজম (Babar Azam) বলে আসছেন, ভারতীয়দের আতিথেয়তায় মুগ্ধ তাঁরা। শুক্রবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে পাকিস্তান। সেই ম্যাচের টসের সময়েও ভারতের ব্যবস্থাপনা, ভারতীয়দের আতিথেয়তার কথা শোনালেন  তিনি। 
ডাচদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে পাকিস্তান। টসের সময়ে বাবরকে বলতে শোনা গিয়েছে, ”ভারতের মাটিতে আমাদের ভালো দেখভাল করা হচ্ছে। দলের প্রতিটি সদস্য এবং প্লেয়ার দারুণ উপভোগ করছে। আমরা নিজেদের সেরাটা দেওয়ারই চেষ্টা করব।”

[আরও পড়ুন: ‘রূপান্তরকামী’ বলে অভিযোগ তোলা ব্রোঞ্জজয়ী নন্দিনীর কাছে ক্ষমা চাইলেন স্বপ্না, তবুও বিতর্ক থামবে?]

 

শাহিন আফ্রিদি-বাবর আজমদের প্রতিদিনের মেনুতে থাকছে মাটন, মুরগির মাংস, সুস্বাদু সব মাছ, ভেঁড়ার মাংসের চপ, বাটার চিকেন, গ্রিলড ফিশ, বাসমতী চালের ভাত, নিরামিষ পোলাও-সহ আরও অনেক ডিশ। ক্রিকেটারদের স্বাদ বদলের জন্য থাকছে হায়দরাবাদের হরেকরকমের বিরিয়ানিও। সেই বিরিয়ানি দারুণ উপভোগ করছেন পাক ক্রিকেটাররা। ভারতে পা রাখার পর থেকেই বাবর আজমদের বিরিয়ানি নিয়ে প্রশ্ন করা হচ্ছে। বারংবার একই প্রশ্ন করায় ক্যাপ্টেন্স মিটে ঈষৎ বিরক্তও হন পাক অধিনায়ক। এক প্রশ্ন বারবার উড়ে এলে বিরক্ত হওয়ারই কথা। কিন্তু এদিন সবার সামনেই বাবর আজম জানিয়ে দিলেন ভারতীয়দের আতিথেয়তায় মুগ্ধ তাঁরা। 

Advertisement

 

[আরও পড়ুন: দুই ভারতীয় কিংবদন্তি মিশে রয়েছেন রবীন্দ্রর নামের সঙ্গে, জেনে নিন কিউয়ি তারকার নামরহস্য]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement