Advertisement
Advertisement
Sam Curran

‘ক্রিকেট এখন বেসবলে পরিণত হয়েছে’, ইডেনে অবিশ্বাস্য ম্যাচ জয়ের পরে বলছেন কারেন

রানের বন্যার কারণও উল্লেখ করেছেন কারেন।

Cricket turns out into Baseball, says Punjab Kings captain Sam Curran

পাঞ্জাব কিংস অধিনায়ক স্যাম কারেন। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:April 27, 2024 10:37 am
  • Updated:April 27, 2024 12:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইডেনে ছক্কার বৃষ্টি। এক ম্যাচে ৪২টি ছয় মেরে রেকর্ড আইপিএলে। ২৬১ রান তুলেও ম্যাচ হারতে হয়েছে কেকেআরকে। ইডেনে ৫২৩ রানের ছররা। রেকর্ডের পর রেকর্ড। ৮ বল বাকি থাকতে ম্যাচ জিতে ওঠার পরে পাঞ্জাব অধিনায়ক স্যাম কারেনের (Sam Curran) মনে হয়েছে, ক্রিকেট বেসবলে পরিণত হচ্ছে। পাঞ্জাব অধিনায়ক বলছেন, ”ক্রিকেট বেসবলে পরিণত হচ্ছে। তাই না? অবিশ্বাস্য ব্যাপার। ২ পয়েন্ট পেয়ে আমরা আনন্দিত।” 

এবারের আইপিএলে রানের বন্যা বইছে। ২৬১ রান করেও কলকাতা নাইট রাইডার্স দেখল এই রানও যথেষ্ট নয়। সানরাইজার্স হায়দরাবাদ নিজেরাই নিজেদের রেকর্ড ভাঙছে আবার নতুন রেকর্ড গড়ছে। এবারের আইপিএলে ব্যাটাররা এতটা আগ্রাসী হয়ে গেলেন কীভাবে? পাঞ্জাব কিংস অধিনায়ক কারেন বলছেন, ”অনেক কিছুই আছে। ক্রিকেটারদের অনুশীলনের ধরন ধারণ আলাদা। দীর্ঘ সময় ধরে বল মারতে পারে। আমার মনে হয়, ব্যাটাররা এখন আগের থেকেও আত্মবিশ্বাসী, পাশাপাশি কোচ এবং যেভাবে অনুশীলন করা হয়, সেগুলো তো আছেই।”  

Advertisement

[আরও পড়ুন: এবার নেতাদের বাড়িতে ঢুকতেও সেনা নামাতে হবে! সন্দেশখালি কাণ্ডে তীব্র খোঁচা দিলীপের]

পাঞ্জাব কিংস অধিনায়কের মতে, ক্রিকেট যেদিকে এগচ্ছে, তাতে খেলাটা পুরোদস্তুর ব্যাটারদেরই হয়ে যাচ্ছে। কারেন বলছেন, ”মাঠ ছোট। শিশির, বল যাচ্ছে ভিজে, ওয়াইডও পেয়ে যাচ্ছে ব্যাটাররা। আরও একটা বল যোগ হল। সবাই মনে করতে শুরু করেছেন, খেলাটা ব্যাটারদের হয়ে যাচ্ছে। এখনও হয়নি ঠিকই। তবে যেদিকে এগচ্ছে, তাতে মনে হচ্ছে খেলাটা ব্যাটারদেরই হতে চলেছে।” 

২৬১ রান তাড়া করেও ম্যাচ জেতা সম্ভব! কারেন বলছেন, ”২০০-র বেশি রান তাড়া করতে নামলে, পাওয়ারপ্লেতে ঝুঁকি নিতেই হয়। যত জোরে সম্ভব বল মারার চেষ্টা করতে হয়। নিজের অঞ্চলে বল পড়লে উড়িয়ে দাও। উইকেট যত কম যায়, সেদিকেই নজর রাখতে হবে।” 

[আরও পড়ুন:  নাইট ব্যর্থতায় বিধ্বস্ত কিং খান, ইডেন পিচের ‌‘কীর্তি’ চমকে দিচ্ছে কিউরেটরকেও]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement