Advertisement
Advertisement

Breaking News

India match

জাদেজা ইংরাজি না বলায় বিতর্ক, মেলবোর্নে ভেস্তে গেল ভারত-অস্ট্রেলিয়া প্রীতি ম্যাচ!

ম্যাচ বয়কট করা হয়েছে ভারতের তরফে।

Cricket match between India and Australia media canceled

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:December 22, 2024 3:00 pm
  • Updated:December 22, 2024 3:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাংবাদিকদের সঙ্গে ইংরাজিতে কথা বলতে চাননি রবীন্দ্র জাদেজা। সেই নিয়ে এবার তুমুল বিতর্ক শুরু হল মেলবোর্নে। সূত্রের খবর, রবিবার ভারত এবং অস্ট্রেলিয়ার সাংবাদিকদের মধ্যে একটি ক্রিকেট ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু বিতর্কের আবহে সেই ম্যাচ বয়কট করা হয়েছে ভারতের তরফে।

বিতর্কের সূত্রপাত শনিবারের মেলবোর্নে। সেদিন ভারতের সাংবাদিকদের জন্য একটি সম্মেলন আয়োজন করা হয়। সেখানে উত্তর দেওয়ার জন্য পাঠানো হয় জাদেজাকে। তিনি হিন্দিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। শেষের দিকে উপস্থিত হয় অজি মিডিয়া। যদিও তাদের এদিন থাকার কথা ছিল না। জাদেজা অনুশীলনে ফিরে যাওয়ার পর তারা রীতিমতো ক্রুদ্ধ হয়ে ওঠে। তাদের বক্তব্য, কেন ইংরেজি প্রশ্নের উত্তর দিলেন না তিনি? জাদেজা কি ইচ্ছাকৃত অজি মিডিয়াকে অবজ্ঞা করলেন? সেখানেই বিরক্তি প্রকাশ করতে থাকে অজি মিডিয়া।

Advertisement

পরিস্থিতি সামাল দিতে বিপাকে পড়েন টিম ইন্ডিয়ার মিডিয়া ম্যানেজারও। তিনি জানান, এই সাংবাদিক সম্মেলনটি শুধুমাত্র ভারতীয় মিডিয়ার জন্যই রাখা হয়েছিল। সেই হিসেবে জাদেজা হিন্দিতে উত্তর দিয়েছেন। কিন্তু সেসবে কর্ণপাত করেনি অজি মিডিয়া। একাধিক সংবাদমাধ্যমে আক্রমণ করা হয় জাদেজার আচরণকে। ভারতের ব্যবস্থাপনাকেও কটূক্তি করা হয়। এমন অপ্রীতিকর আচরণের পালটা দিতেই ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেন ভারতের সাংবাদিকরা।

অজি সংবাদপত্র ‘দ্য এজ’ সূত্রে খবর, ভারত এবং অস্ট্রেলিয়ার যেসমস্ত সাংবাদিকরা মেলবোর্নে ম্যাচ কভার করতে গিয়েছেন তাঁদের জন্য রবিবার দুপুরে একটি খেলার আয়োজন করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। কিন্তু জাদেজার সঙ্গে অজি মিডিয়া যে আচরণ করেছে তারপর আর তাদের সঙ্গে ম্যাচ খেলতে চাননি ভারতীয় সাংবাদিকরা। জানা গিয়েছে, ভারতীয় দলের মিডিয়া ম্যানেজার প্রথমে সরে দাঁড়ান ম্যাচ থেকে। তারপরে আরও বেশ কয়েকজন ম্যাচ না খেলার সিদ্ধান্ত জানিয়ে দেন। শেষ পর্যন্ত পর্যাপ্ত ক্রিকেটার না পেয়ে ম্যাচ বাতিল করতে হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement