Advertisement
Advertisement
Cricket Derby

ক্রিকেট ডার্বি ড্র, কত পয়েন্ট এল মোহন-ইস্টের ঝুলিতে?

ম্যাচের সেরা হন মোহনবাগানের সুদীপ ঘরামি।

Cricket derby of CAB league ends in a draw । Sangbad Pratidin

মোহনবাগানের ঈশান পোড়েল নেন ৪টি উইকেট। সিএবি-র ফেসবুক পেজ থেকে

Published by: Krishanu Mazumder
  • Posted:December 29, 2023 7:01 pm
  • Updated:December 30, 2023 9:28 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিএবি প্রথম ডিভিশন লিগের ডার্বিতে (Derby) মোহনবাগানও (Mohun Bagan) জিতল না। ইস্টবেঙ্গলও (East Bengal) হারল না। ড্র হল ক্রিকেট ডার্বি।  প্রথম ইনিংসে  এগিয়ে থাকার জন্য এবং দুই ইনিংসে ইস্টবেঙ্গলকে অল ডাউন করতে সক্ষম হওয়ায় এই ম্যাচ থেকে মোহনবাগান ৮ পয়েন্ট সংগ্রহ করল। আর ইস্টবেঙ্গলের ঘরে গেল ২ পয়েন্ট। ম্যাচ ড্রয়ের কোলে ঢলে পড়লেও পয়েন্টের নিরিখে বিচার করলে কিন্তু মোহনবাগানেরই জয়জয়কার হয়েছে। 
তিন দিনের ডার্বি ম্যাচে প্রথমে ব্যাট করে ইস্টবেঙ্গল করেছিল ১৭৪ রান। প্রথম ইনিংসে মোহনবাগান করে  ১৮৯ রান। অর্থাৎ প্রথম ইনিংসে সবুজ-মেরুন ব্রিগেড এগিয়েছিল ১৫ রানে। দ্বিতীয় দিনের শেষে ইস্টবেঙ্গলের রান ছিল এক উইকেটে ৫১। তৃতীয় দিনে ইস্টবঙ্গলের ইনিংস শেষ হয় ১৬৯ রানে। লাল-হলুদের সৌরভ পাল সর্বোচ্চ ৫৮ রান করেন।

[আরও পড়ুন: হেরে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান দখলের স্বপ্ন অধরা আর্সেনালের, হার টটেনহ্যামেরও]

তৃতীয় দিনের লাঞ্চের সময়ে ইস্টবেঙ্গলের রান ছিল সাত উইকেটে ১৩১। ১১৮ রানের লিড নিয়েছিল লাল-হলুদ শিবির। মোহনবাগান বোলারদের দাপটে ইস্টবেঙ্গলের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ১৬৯ রানে। মোহনবাগান বোলারদের মধ্যে ঈশান পোড়েল ৪টি উইকেট নেন। তৃতীয় দিনের শেষে সবুজ-মেরুন শিবির করে এক উইকেটে ৯৪ রান। সুদীপ ঘরামি দ্বিতীয় ইনিংসে করেন ৩৯। প্রথম ইনিংসে তিনি করেন ৬৪ রান। দুই ইনিংসে ভালো ব্যাটিংয়ের জন্য ম্যাচের সেরা হন সুদীপ ঘরামি।

Advertisement

[আরও পড়ুন: ১৪৬ বছরে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার! প্রোটিয়াদের বিরুদ্ধে কোন জোড়া রেকর্ড গড়লেন বিরাট?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement