Advertisement
Advertisement
শচীন

করোনা যোদ্ধাদের সম্মান জানাতে জন্মদিন সেলিব্রেট করবেন না শচীন

শুক্রবারই ৪৭-এর পা দেবেন মাস্টার ব্লাস্টার।

COVID-19: Sachin Tendulkar will not celebrate 47th birthday

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:April 22, 2020 8:48 pm
  • Updated:April 22, 2020 8:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের জার্সি গায়ে খেলার সময় বহুবার ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করেছেন। কেক কাটা থেকে কেক মাখানো, সবই হত পুরোদস্তুর। বাইশ গজকে বিদায় জানানো পর পরিবারের সঙ্গেই সাধারণত কাটে এই বিশেষ দিনটা। স্ত্রী-ছেলে-মেয়ের সঙ্গে সেলিব্রেশনে মেতে ওঠেন। তবে এবার নয়। দেশের এমন সংকটের দিনে আর জন্মদিন সেলিব্রেট করতে চান না শচীন তেণ্ডুলকর। করোনা-যোদ্ধাদের প্রতি সম্মান জানাতেই এবার আর পাঁচটা দিনের মতো করেই কাটাবেন ২৪ এপ্রিল।

[আরও পড়ুন: সৌরভ, ধোনি বা কোহলি নন! পছন্দের অধিনায়ক হিসেবে এই তারকাকেই বাছলেন গম্ভীর]

শুক্রবারই ৪৭-এর পা দেবেন মাস্টার ব্লাস্টার। প্রতি বছর এই বিশেষ দিনে নেটদুনিয়ায় শুভেচ্ছার বন্যায় ভাসেন তিনি। বন্ধু-বান্ধব, সতীর্থ থেকে অগণিত অনুরাগী জন্মদিনের শুভেচ্ছা জানান তাঁকে। কোনও কোনওবার নিজেও সেলিব্রেশনের ছবি বা ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। তবে এবার বাধা-ধরা গতে নয়, দিনটা একটু অন্যভাবে কাটাতে চান ক্রিকেট ঈশ্বর। সূত্রের খবর, শচীন নাকি ঠিক করেছেন, অন্যান্য বারের মতো এবার কোনও সেলিব্রশন করবেন না। বরং এই দিনটি উৎসর্গ করবেন করোনা যোদ্ধাদের জন্য। করোনাকে দূর করতে যে সমস্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা নিরলস প্রয়াস করে চলেছেন, তাঁদের কুর্নিশ জানাতেই এই সিদ্ধান্ত শচীনের।

Advertisement

করোনাকে ঠেকাতে একজোট হয়ে লড়ছে গোটা দেশ। সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন অনেকেই। ব্যতিক্রমী নন শচীনও। মহারাষ্ট্র সরকার এবং কেন্দ্রর ত্রাণ তহবিলে ২৫ লক্ষ করে মোট ৫০ লক্ষ টাকা অনুদান দিয়েছিলেন তিনি। পাশাপাশি আপনালয় নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এক মাসের জন্য পাঁচ হাজার মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন। এছাড়া তো সোশ্যাল মিডিয়ায় বারবারই সচেতনতা প্রচারে দেখা যাচ্ছে তাঁকে। কখনও ২০ সেকেন্ড ধরে হাত ধুয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে শামিল হতে বলেছেন দেশবাসীকে, তো কখনও মাস্ক পরে সতর্ক থাকার বার্তা দিয়েছেন।

[আরও পড়ুন: দুস্থদের সেবায় ফের মানবিক শাকিব, প্রিয় ব্যাট নিলামে তুলছেন অলরাউন্ডার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement