Advertisement
Advertisement
কপিল বনাম শোয়েব

‘ক্রিকেট সিরিজ করে অর্থ জোগাড়ের দরকার নেই’, শোয়েবকে পালটা কপিলের

ক্রিকেটারদের ঝুঁকির মধ্যে ফেলতে চান না বিশ্বজয়ী অধিনায়ক।

COVID-19: Kapil Dev slams Shoaib Akhtar over fund raising series
Published by: Subhamay Mandal
  • Posted:April 10, 2020 11:01 am
  • Updated:April 10, 2020 11:01 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শোয়েব আখতারকে পালটা দিলেন কপিল দেব। বুধবার করোনার যুদ্ধের লড়াইয়ের জন্য একটা অভিনব পরামর্শ দিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন পেসার। আখতারের বক্তব্য ছিল, ভারত বনাম পাকিস্তান তিন ম্যাচের সিরিজ হোক। সেটা শুধুমাত্র টিভি দর্শকদের জন্য। আর সেটা থেকে যে অর্থ আসবে তা দু’দেশের করোনার মোকাবিলায় ব্যবহার করা হোক।

চব্বিশ ঘণ্টার মধ্যেই শোয়েবকে পালটা কপিলের। ভারতের বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক জানিয়ে দিয়েছে, ভারতের টাকার দরকার নেই। এই পরিস্থিতি কোনওভাবেই ক্রিকেট দরকার নেই। এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে কপিল বলেন, ‘‘ও নিজের মতামত জানাতেই পারে। আমাদের টাকা জোগাড় করার কোনও দরকার নেই। যথেষ্ট রয়েছে। এখন আমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন তা হল-কীভাবে আমাদের কর্তৃপক্ষ এক হয়ে এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করে। আমি টিভিতে দেখছিলাম রাজনীতিবিদরা এখনও দোষারোপের খেলা খেলে চলেছেন। এটা বন্ধ হওয়া দরকার।’’

Advertisement

[আরও পড়ুন: করোনার ত্রাণে সাহায্যের জন্য হোক ভারত-পাক সিরিজ, প্রস্তাব প্রাক্তন ক্রিকেটারের]

করোনা যুদ্ধের লড়াইয়ে অ্যাথলিটরা শামিল হয়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড ৫১ কোটি দিয়েছে। কপিলের মতে, প্রয়োজন হলে বিসিসিআই আরও সাহায্য করতে পারে। সেই ক্ষমতা ভারতীয় বোর্ডের রয়েছে। কপিল বলেছেন, ‘‘বিসিসিআই ৫১ কোটি দিয়েছে। দরকার হলে আরও সাহায্যে করার মতো জায়গায় রয়েছে বিসিসিআই। কিন্তু ফান্ড তোলার কোনও প্রয়োজন নেই। এখন ক্রিকেট ম্যাচ করা মানে আমাদের ক্রিকেটারদের ঝুঁকির সামনে ফেলে দেওয়া, সেটা একেবারেই চাই না।’’

কপিল আরও প্রশ্ন তুলেছেন। বলেছেন, ‘‘শুধু ঝুঁকি নয়, তিনটে ম্যাচ করে কত অর্থ সংগ্রহ করতে পারবেন? আমার মতে, এখন পাঁচ-ছয় মাস ক্রিকেটের কথা চিন্তা করা যাবে না। পরিস্থিতি স্বাভাবিক হলে ক্রিকেট আবার শুরু হবে। একটা খেলা কখনওই দেশের থেকে বড় হতে পারে না। এখন জরুরি হল, দুঃস্থ মানুষদের দেখা। হাসপাতাল কর্মী, পুলিশ আর এই যুদ্ধে যাঁরা সামনে থেকে লড়াই করছেন, তাঁদের দেখাশোনা করা।’’

শুধু তাই নয়, ভারত এই পরিস্থিতিতেও যেভাবে অন্য দেশকে সাহায্য করছে, তার প্রশংসা করেছেন কপিল। আমেরিকাকে ওষুধ পাঠানোর জন্যে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই প্রসঙ্গে কপিল বললেন, ‘‘দেখুন অন্যদের সাহায্যে করা আমাদের সংস্কৃতি। সেটার জন্য আমি গর্বিত। তবে অন্যমকে সাহায্যর করে কৃতিত্ব নেওয়া উচিত নয়। আমাদের চেষ্টা করতে হবে, এমন একটা দেশ হয়ে ওঠার যারা অন্যেদের থেকে নেওয়ার চেয়ে অনেক বেশি দেবে।’’

[আরও পড়ুন: করোনার বিরুদ্ধে লড়াইয়ে শামিল গাভাসকরও, ৫৯ লক্ষ টাকা দিলেন লিটল মাস্টার]

কপিল সবাইকে বাড়িতে থাকার পরামর্শ দিয়ে রাখলেন। নেলসন ম্যান্ডেলার উদাহরণ টেনে এনে কপিল বলেন, ‘‘নেলসন ম্যান্ডেলা একটা ছোট্ট জেলে ২৭ বছর ছিলেন। সেই তুলনায় আমরা তো অনেক অনেক ভাল পরিস্থিতিতে রয়েছি। আমাদের তো শুধু বাড়ি থাকতে বলা হয়েছে। মনে রাখতে হবে জীবনের থেকে বড় কিছু হতে পারে। আর এখন সেটাই আমাদের প্রত্যেককে বাঁচাতে হবে।’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement