Advertisement
Advertisement

Breaking News

Shakib Al Hasan

জন্মদিনের ‘উপহার’! শাকিবের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ আদালতের

এবার কী করলেন বাংলাদেশি তারকা অলরাউন্ডার?

Court orders confiscation of Shakib Al Hasan's property

ফাইল ছবি।

Published by: Prasenjit Dutta
  • Posted:March 24, 2025 5:17 pm
  • Updated:March 24, 2025 5:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করেছিলেন শাকিব আল হাসান। দীর্ঘদিন পর আবার তাঁকে বল করতে দেখার সুযোগ ছিল। মনে করা হয়েছিল, সোমবারের (২৪ মার্চ) জন্মদিনের আগে বড় উপহার পেয়ে গিয়েছেন শাকিব। কিন্তু এদিন এমন উপহার যে তিনি পাবেন, তা বোধহয় ভাবতেও পারেননি কখনও। 

ঠিক কী এমন ঘটল যে, জন্মদিনটা পর্যন্ত ভালোভাবে কাটাতে পারবেন না বাংলাদেশের এই তারকা ক্রিকেটার? আসলে তাঁর নামে চেক প্রতারণার অভিযোগে মামলা দায়ের হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রায় ৪ কোটি ১৫ লক্ষ টাকার চেক প্রতারণার অভিযোগ। এমনকী আদালতের পক্ষ থেকে তাঁর সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেয়। গত বছরের ১৮ ডিসেম্বর আইএফআইসি ব্যাঙ্কের চেক ডিজ- অনারের এই মামলায় শাকিব-সহ চারজনের বিরুদ্ধে সমন জারি করেছিল আদালত। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত এ আদেশ দিয়েছিল।

Advertisement

এ বছরের ১৮ জানুয়ারি তাঁকে আদালতে হাজির থাকতে বলা হয়েছিল। আসেননি শাকিব। সেই কারণে ১৯ জানুয়ারি শাকিব-সহ বাকিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। ২০২৪ সালের ১৫ ডিসেম্বর আইএফআইসি ব্যাঙ্কের রিলেশনশিপ অফিসার সাহিবুর রহমান বাদী হয়ে আদালতে এ মামলা দায়ের করেন।

জানা গিয়েছে, শাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশে বিভিন্ন সময় আইএফআইসি ব্যাঙ্কের বনানি শাখা থেকে ঋণ গ্রহণ করে। তার বিপরীতে দুটি চেক ইস্যু করে শাকিবের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। এরপর চেক দিয়ে টাকা তুলতে গেলে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিজ-অনার হয়। দুই চেকে টাকার পরিমাণ প্রায় ৪ কোটি ১৫ লক্ষ। এরপর তাঁকে আইনি নোটিস পাঠানো হয়। তবে, ৩০ দিন পেরিয়ে গেলেও শাকিবের তরফে কোনও সাড়া পাওয়া যায়নি। শেষমেশ এদিন আদালতে এই মামলা করা হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub