সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেলবোর্ন টেস্টে যশস্বী জয়সওয়াল। সিডনি টেস্টে ওয়াশিংটন সুন্দর। ফের ‘ভুল’ ডিআরএসের শিকার হল ভারত। শুক্রবার সিডনিতে সুন্দরের আউট নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কারণ স্নিকোমিটারে ঠিকভাবে স্পাইক ধরা পড়েনি। তা সত্ত্বেও ভারতীয় অলরাউন্ডারকে আউট দেন তৃতীয় আম্পায়ার। গোটা ঘটনায় হতবাক হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন সুন্দর।
শুক্রবার ফের ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত। সিডনিতে পঞ্চম টেস্টে ডিআরএস নিয়ে বেঁচে যান বিরাট কোহলি। কিন্তু সেই সৌভাগ্য হল না ওয়াশিংটনের। ভারতীয় ইনিংসের ৬৬তম ওভারে বল করতে আসেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ওভারের শেষ বলে কামিন্সের বাউন্সার কোনওমতে ডাক করেন সুন্দর। বল জমা পড়ে উইকেটকিপারের দস্তানায়। সঙ্গে সঙ্গে আউটের আবেদন করে অজিরা।
সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। অনফিল্ড আম্পায়ার সুন্দরকে আউট দেননি। অজিরা রিভিউ নিলে দেখা যায়, স্নিকোমিটারে স্পাইক দেখা যাচ্ছে। কিন্তু সেই সময়ে গ্লাভস বা ব্যাটের কাছে ছিল না বল। আদৌ ব্যাটে বা গ্লাভসে বল লেগেছে কিনা, সেই নিয়ে নিশ্চিতভাবে কিছুই বোঝা যায়নি। তা সত্ত্বেও ওয়াশিংটনকে আউট দিয়ে দেন তৃতীয় আম্পায়ার জোয়েল উইলসন। যদিও ইংরেজ কিংবদন্তি মাইকেল ভন স্পষ্ট বলেছেন, সুন্দর মোটেই আউট ছিলেন না।
উল্লেখ্য, মেলবোর্ন টেস্টে একইভাবে ডিআরএস প্রযুক্তির ত্রুটির জেরে ভুল আউট দেওয়া হয়েছিল যশস্বীকে। প্যাট কামিন্সের বাউন্সার চালিয়ে খেলতে গিয়েছিলেন ভারতীয় ব্যাটার। তা মিস করলে চলে যায় উইকেটকিপার অ্যালেক্স ক্যারির হাতে। সঙ্গে সঙ্গে ক্যাচের আবেদন জানান কামিন্স। কিন্তু মাঠের আম্পায়ার তাতে কর্ণপাত করেননি। রিভিউ নিতে বিন্দুমাত্র দেরি করেননি অজি অধিনায়ক। দীর্ঘক্ষণ রিভিউতে এটা পরিষ্কার যে ব্যাটের সঙ্গে বলের কোনও সংযোগ ঘটেনি। স্নিকোমিটারও বারবার তারই প্রমাণ দিয়েছে। তারপর বল ট্র্যাকিংও করেন বাংলাদেশি থার্ড আম্পায়ার। সেখানে তাঁর মনে হয় বল যশস্বীর ব্যাটে লেগে দিক বদল করেছে। সেই কারণেই আউট দিয়ে দেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.