সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) ভারতের মেয়েদের স্বপ্নের দৌড় অব্যাহত। ক্রিকেটে ইংল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে ইংরেজদেরই গুঁড়িয়ে দিল ভারতের মহিলা দল। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ৪ রানে হারিয়ে ফাইনালে উঠে গেল ভারতের মেয়েরা (Indian Women’s Cricket Team)।
সেমিফাইনালে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৪ রান করে ভারত। ওপেনার স্মৃতি মন্ধানা ৩১ বলে ৬১ রানের ঝকঝকে ইনিংস খেলেন। ৩১ বলে ৪৪ রানের অনবদ্য ইনিংস খেলেন জেমাইমা রড্রিগেজও। ১৬৫ রানের বিরাট লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুটা দুর্দান্তই করেছিল ইংল্যান্ড। প্রথম ৬ ওভারে ৫৮ রান তুলে ফেলেন ইংল্যান্ডের মেয়েরা। কিন্তু তারপরই দুর্দান্ত কামব্যাক করে ভারত। মাঝের ওভারগুলিতে ভারতের স্পিনারদের বিরুদ্ধে সেভাবে রান তুলতে পারেনি ইংরেজরা। সেটারই খেসারত দিতে হল তাঁদের। শেষ পর্যন্ত ইংল্যান্ডের ইনিংস শেষ হল ১৬০ রানে। ভারত জিতল ৪ রানে। এই জয়ের ফলে কমনওয়েলথ গেমস ক্রিকেটে রূপো জয় নিশ্চিত হয়ে গেল ভারতের মেয়েদের। ফাইনালে জিতলে সোনা জিতবে ভারত। যদিও ফাইনালে অস্ট্রেলিয়ার কড়া চ্যালেঞ্জ অপেক্ষা করা আছে ভারতের মেয়েদের জন্য।
এদিকে ক্রিকেটের পাশাপাশি এদিন সাফল্য এসেছে অ্যাথলেটিক্স থেকেও। ১০ হাজার মিটার হাঁটায় রূপোর পদক পেয়েছেন ভারতের প্রিয়াঙ্কা গোস্বামী (Priyanka Goswami)। এর বিভাগে এটিই ভারতের প্রথম পদক। ছেলেদের স্টিপলচেজেও রুপো জিতেছেন ভারতের অবিনাশ সাবলে। এদিকে লন বোলে রুপো জিতে চমকে দিলেন ভারতের পুরুষ দলও। পুরুষদের ফোর দল ফাইনালে উত্তর আয়ারল্যান্ডের কাছে হারতে হয়েছে ভারতকে। তবে লন বোল দলের রুপো জয়টাও নিঃসন্দেহে ঐতিহাসিক। ইতিমধ্যেই মেয়েরা এই ইভেন্টে সোনা জিতেছেন।
অন্যদিকে কুস্তিতে একাধিক পদক নিশ্চিত করে ফেলছেন ভারতের রেসলাররা। ব্যাডমিন্টনের সেমিফাইনালে উঠেছেন পিভি সিন্ধু (PV Sindhu)। টেবিল টেনিসেরও ফাইনালে উঠেছে ভারতের মিক্সড ডাবলস টিম।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.