Advertisement
Advertisement

এনসিএ-তে অগ্নিপরীক্ষা দিয়ে এশিয়া কাপে নামতে পারবেন কেএল রাহুল? আলোচনা তুঙ্গে

আগামী রবিবার কিংবা সোমবার এক অনুশীলন ম্যাচে অংশ নেবেন লোকেশ রাহুল।

Clarity on KL Rahuls fitness and availability expected soon। Sangbad Pratidin

এশিয়া কাপে নামতে পারবেন কেএল রাহুল? ফাইল চিত্র

Published by: Sabyasachi Bagchi
  • Posted:August 9, 2023 6:00 pm
  • Updated:August 29, 2023 12:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিডল অর্ডারের হাল বেহাল। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) মতো দুর্বল দলের বিরুদ্ধে একদিনের সিরিজে সেটা ফের একবার স্পষ্ট হয়ে গিয়েছে। এরমধ্যে সামনেই এশিয়া কাপ (Asia Cup 2023)। এরপর তো ঘরের মাঠে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) আছেই। তাই সবার মনে একটাই প্রশ্ন। কবে ফিট হয়ে বাইশ গজের যুদ্ধে নামবেন কেএল রাহুল (KL Rahul)? টিম ইন্ডিয়ার (Team India) হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ও অধিনায়ক রোহিত শর্মাও (Rohit Sharma) দলের এই তারকার কামব্যাকের দিকে তাকিয়ে রয়েছে। তবে সুত্র মারফত জানা গিয়েছে যে, চোটের পর রিহ্যাব পর্ব কাটিয়ে কেএল রাহুলের ভারতীয় দলে কামব্যাক একেবারেই সহজ হবে না। এই মুহূর্তে বেঙ্গালুরুর (Bengaluru) জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (National Cricket Academy) রয়েছেন তিনি।

এমন প্রেক্ষাপটে সবার মনে একটাই প্রশ্ন, কেএল রাহুল কি আদৌ এশিয়া কাপ খেলতে পারবেন? থাই মাসেলের চোটের অস্ত্রোপচারের পর থেকে কে এল রাহুলের ঠিকানা বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি। সেখানেই তিনি রিহ্যাব পর্ব কাটাচ্ছেন। দিন কয়েক আগেই তাঁর ব্যাটিং অনুশীলন করার ভিডিও ভাইরাল হয়েছিল। তিনি নিজেও তাঁর সুস্থতার আপডেট মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন।

Advertisement

[আরও পড়ুন: IND vs PAK: বদলে গেল মহারণের দিন, ১৫ নয় ১৪ অক্টোবর আহমেদাবাদে ‘মাদার অফ অল ব্যাটল’]

চলতি আগস্টের শুরুতেই তিনি নিজের কিপিং অনুশীলনের ভিডিও ইন্সটাগ্রামে শেয়ার করেছিলেন। তিনি পুরোদমে নেটে ব্যাটিং, কিপিং করলেও এখনও তাঁকে ফিট বলে ঘোষণা করেনি এনসিএ। এবার জানা গিয়েছে, এনসিএ-তে অনুশীলন ম্যাচে তাঁকে অংশ নিতে হবে। সেখানে নিজের ফিটনেস প্রমাণ করতে পারলে এশিয়া কাপে তাঁর জাতীয় দলে কামব্যাক হতে পারে।

এবারের এশিয়া কাপে ভারতের যাত্রা শুরু হবে ২ সেপ্টেম্বর। টুর্নামেন্ট শুরু হবে ৩০ আগস্ট। দিন তিনেক পর, টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ ভারতের। সবকিছু ঠিকঠাক থাকলে, এনসিএ থেকে ফিটনেস টেস্টে উতরে গিয়ে সবুজ সংকেত পেলে এশিয়া কাপে দেখা যেতে পারে কেএল রাহুলকে। জানা গিয়েছে, বেঙ্গালুরুর এনসিএতে আগামী রবিবার কিংবা সোমবার এক অনুশীলন ম্যাচে অংশ নেবেন লোকেশ রাহুল। সেখানে তিনি সুষ্ঠুভাবে ক্রিকেট খেলতে পারলে ফিটনেস টেস্টে পাস করবেন। তারপর তাঁর জাতীয় দলে ফেরার বিষয় ঠিক করবে বিসিসিআই।

[আরও পড়ুন: ক্রিকেটার হিসেবে যত ভাল, কোচ রাহুল কি ততটাই? বিশ্বকাপের আগে তাঁর আমলে ছয় লজ্জার হারের পোস্টমর্টেম]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement