সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঐতিহাসিক এক মুহূর্তের সাক্ষী থাকল বৃহস্পতিবারের সিডনি। ১৪৪ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম মহিলা আম্পায়ার হয়ে নজির গড়লেন অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোসাক।ভারত–অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব সামলাচ্ছেন তিনি।
এর আগে প্রথম মহিলা আম্পায়ার হিসেবে ওয়ানডে ক্রিকেটেও দেখা গিয়েছিল ৩২ বছর বয়সি পোলোসাককে। নামিবিয়া বনাম ওমান পুরুষদের ওয়ানডে ম্যাচে আম্পায়ার ছিলেন তিনি। পুরুষদের ঘরোয়া ক্রিকেটেও আম্পায়ারিং করতে দেখা গিয়েছিল পোলোসাককে। বিগ ব্যাশ টি–২০ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্স বনাম মেলবোর্ন স্টার্সের ম্যাচে দায়িত্ব সামলেছিলেন তিনি। মেয়েদের বিশ্বকাপেও আম্পায়ারিং করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে।
মাত্র ১৫ বছর বয়স থেকেই আম্পায়ারিং শুরু করেছিলেন পোলোসাক। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি কখনও ক্রিকেট খেলিনি, কিন্তু নিয়মিত খেলা দেখতাম। বাবা রোজ গাড়ি করে আম্পায়ারিং প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছে দিতেন। অনেকবার পরীক্ষা দেওয়ার পর তবেই পাশ করতে পেরেছি।’
নজির গড়ার দিন প্রথম থেকেই নজরে পোলোসাক। এদিন শুরুতেই ডেভিড ওয়ার্নারকে সতর্ক করেন তিনি। কেউ মাঠে ঢোকার আগেই প্রবেশ করেছিলেন ওয়ার্নার। সেজন্য তাঁকে বারণও করেন পোলোসাক। তাঁকে নিয়েই চর্চা সোশ্যাল মিডিয়ায়। ইতিহাস গড়ার জন্য নেটিজেনরা পোলোসাককে শুভেচ্ছা জানিয়েছেন।
Congratulations to Claire Polosak who makes history today by becoming the first woman to officiate in a men’s Test 🙌#AUSvIND pic.twitter.com/p1APX3zpeL
— ICC (@ICC) January 7, 2021
The list of accomplishments grows for Claire Polosak!
After becoming the first woman to officiate men’s ODI, she today becomes the first woman to officiate a men’s Test match. Congratulations Claire! 👏 #AUSvIND pic.twitter.com/ON9mg7Fc60
— Cricket Australia (@CricketAus) January 7, 2021
This needs to be celebrated at many levels.
145 years in the making! #AUSvINDtest #ClairePolosak— Vikas Panicker (@WhackoSapien) January 7, 2021
A random yarn about Claire Polosak who becomes the first woman to officiate in a men’s Test match today.
We at @EmergingCricket were in Namibia in April 2019 for World Cricket League 2, where she became the first woman to officiate as an on-field umpire in a men’s ODI. pic.twitter.com/3TjerrKeQu
— Daniel Beswick (@DGBeswick1) January 7, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.