Advertisement
Advertisement
Chris Gayle

রুতুরাজের হাতে নেতৃত্বের ব্যাটন কেন তুলে দিলেন ধোনি? কারণ জানালেন গেইল

জেনে নিন আসল কারণ।

Chris Gayle's predictions for MS Dhoni in IPL 2024

গেইল ও ধোনি। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:March 23, 2024 12:23 pm
  • Updated:March 23, 2024 12:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের আইপিএলের (IPL) বোধনের আগেরদিনই চমক দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব বর্ষীয়ান ধোনি তুলে দেন তরুণ রুতুরাজ গায়কোয়াড়ের হাতে। আর তা নিয়েই গোটা দেশ উত্তাল হয়ে ওঠে।
এবার ধোনিকে নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন ক্যারিবিয়ান দৈত্য ক্রিস গেইল (Chris Gayle)। রুতুরাজকে নেতৃত্ব দেওয়ার কারণ প্রসঙ্গে প্রাক্তন ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনার বলেন, ”ধোনি হয়তো সব ম্যাচ খেলবে না। সাময়িক বিরতিও নিতে পারে। সেই কারণেই হয়তো এমন সিদ্ধান্ত। তবে এমএসডি ভালো খেলবে। ওকে নিয়ে চিন্তা করার কিছু নেই।”

[আরও পড়ুন: পন্থকে ধাক্কা মেরে নেট থেকে বের করে দিয়েছিলেন পন্টিং, কিন্তু কেন?]

Advertisement

গেইল যখন কথাগুলো বলছেন, তখনও শুরু হয়নি চেন্নাই সুপার কিংস-রয়্যাস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ। প্রথম ম্যাচ জিতে এবারের আইপিএল অভিযান শুরু করে চেন্নাই সুপার কিংস। ঋতুরাজের হাতে চেন্নাইয়ের নেতৃত্ব থাকলেও এই সিএসকের চালক মহেন্দ্র সিং ধোনিই। উইকেটের পিছনে দাঁড়িয়ে তাঁকে ফিল্ডিং সাজাতে দেখা গিয়েছে। সব সময়ে ক্যামেরা তাঁকেই ধরার চেষ্টা করে গিয়েছে। বিরাট কোহলির সঙ্গে একাধিকবার সৌজন্য বিনিময় করেছেন। ধোনির জন্য চিপকে উঠেছে জয়ধ্বনি।

[আরও পড়ুন:  ইয়ে দোস্তি…! ধোনি-কোহলির বন্ধুত্বের ছবি ভাইরাল সোশাল মিডিয়ায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement