Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli China fan

ঝরঝরে হিন্দিতে বিরাটের হয়ে গলা ফাটালেন চিনা ভক্ত, ভাইরাল ভিডিও

বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে হিন্দি শিখেছেন, জানালেন চিনা যুবক।

China young man supports Virat Kohli in fluent Hindi, viral video | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:November 3, 2022 1:01 pm
  • Updated:November 3, 2022 1:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলিকে (Virat Kohli) ভালবেসে শিখে ফেলেছেন হিন্দি ভাষা। ভারতের সঙ্গে তাঁর দেশের শীতল সম্পর্ক উপেক্ষা করেও মেন ইন ব্লুর হয়ে গলা ফাটান তিনি। সোজা জানিয়ে দেন, ভারত তাঁর খুব প্রিয়। ভারত-বাংলাদেশ ম্যাচের আগে ভাইরাল হয়ে গেল কোহলির এই ফ্যানের ভিডিও। চিনা ব্যক্তি হয়েও ঝরঝরে হিন্দিতে জানিয়ে দিলেন, ভারতকেই সমর্থন করছেন তিনি। বিরাট কোহলির ভক্ত (Virat Kohli China Fan) নয়, এমন ব্যক্তিকে খুঁজে পাওয়া বেশ কঠিন। এই চিনা যুবকের ঘটনায় ফের প্রমাণিত হল, জনপ্রিয়তায় এখনও সবার উপরেই রয়েছেন কিং কোহলি।

ভিডিওটি তুলেছেন এক ইউটিউবার। সেখানে দেখা যাচ্ছে, গালে ভারতের পতাকা এঁকে বিরাট কোহলিদের সমর্থন করছেন এক চিনা ব্যক্তি। তাঁকে জিজ্ঞাসা করা হয়, ম্যাচে কোন দল জিতবে? পলক না পড়তেই তাঁর জবাব, ভারত। এরপরেই সকলকে চমকে দিয়ে হিন্দিতে তিনি বলে ওঠেন, ” আমি ভারতীয় ক্রিকেট দলের খুব বড় ভক্ত। তাছাড়া ভারতের সংস্কৃতিও আমার খুব পছন্দের।” অ্যাডিলেড স্টেডিয়ামে উপস্থিত ভারতীয় ফ্যানদের সঙ্গে মিশে যান এই চিনা যুবক।

Advertisement

[আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে হার নিয়ে অজুহাত দিতে নারাজ শাকিব, মেজাজ হারিয়ে ‘বচসা’ সাংবাদিকের সঙ্গে]

কিন্তু এত ভাল হিন্দি কী করে শিখলেন তিনি? জবাবে কোহলির চিনা ফ্যান বললেন, অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ে হিন্দি নিয়ে পড়াশোনা করেছেন তিনি। ভারতীয় সংস্কৃতি তাঁর খুবই ভাল লাগে, সেই জন্যই হিন্দি নিয়ে পড়াশোনা করতে চেয়েছিলেন ওই চিনা যুবক। যদিও নিজের নাম এই ভিডিওতে প্রকাশ করেননি তিনি।

হাড্ডাহাড্ডি ম্যাচে বাংলাদেশকে (India vs Bangladesh) হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গিয়েছে ভারত। সেই ম্যাচেই বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন বিরাট কোহলি। বুধবারের ম্যাচে মাত্র ৪৪ বলে ৬৪ রানের অনবদ্য ইনিংস আসে কিং কোহলির ব্যাট থেকে। তাঁর ঝোড়ো ইনিংসে বাংলাদেশকে হারিয়ে দেয় ভারত। ম্যাচের সেরার পুরস্কার নিয়ে বিরাট বলেন, নিজের ব্যাটিং নিয়ে তিনি বেশ খুশি। অতীতে যা হয়েছে তা ভুলে গিয়ে নতুন করে ফের শুরু করতে চাই।” বিরাট এমনভাবেই ব্যাট হাতে দলকে জেতান, সেই আশাতেই বুক বাঁধছেন তাঁর ভক্তরা। 

[আরও পড়ুন: সরকারি জমিতে বেআইনিভাবে লাইব্রেরি তৈরির অভিযোগ, গৌতম গম্ভীরকে সমন আদালতের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement