এমএস ধোনি। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এটাই কি মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) শেষ আইপিএল? প্রত্যেকবার টুর্নামেন্ট শুরু হওয়ার আগে এই প্রশ্নটাই ঘোরাফেরা করে ক্রিকেটমহলে। তবে এবার আইপিএল শুরুর আগেই ইঙ্গিতবাহী মন্তব্য করলেন ক্যাপ্টেন কুলের ছোটবেলার বন্ধু।
কী বলছেন ধোনির ছোটবেলার বন্ধু পরমজিৎ সিং? দিন কয়েক আগেই দেখা গিয়েছিল, পরমজিতের দোকানের স্টিকার লাগানো ব্যাট নিয়ে অনুশীলন করছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। তার পরেই ক্যাপ্টেন কুলের আইপিএল (IPL) ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন রাঁচির ব্যবসায়ী। ছোটবেলা থেকে কীভাবে টিকে থেকেছে তাঁদের বন্ধুত্ব, সেই নিয়েও মুখ খুলেছেন পরমজিৎ। একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন ধোনির ছোটবেলার বন্ধু।
কয়েকদিন আগে আইপিএলের (IPL 2024) অনুশীলন শুরু করেন ধোনি। তাঁর ব্যাটে দেখা যায় ‘প্রাইম স্পোর্টস’-এর স্টিকার। ধোনির বায়োপিকেও এই দোকানের কথা তুলে ধরা হয়েছে। ভারতীয় ক্রিকেটের মহাতারকা হয়ে ওঠার পরেও সেই পরমজিতের দোকানের ব্যাট ব্যবহার করছেন ধোনি, সেই দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন ক্রিকেটভক্তরা। সেখানেই শেষ নয়, পরমজিতকে নিজের সই করা ব্যাটও উপহার দিয়েছেন ক্যাপ্টেন কুল।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে তিন বছরেরও বেশি সময় কেটে গিয়েছে। তাহলে কি এবার আইপিএল থেকেও সরে দাঁড়াবেন ধোনি? সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দিয়েছেন পরমজিৎ। তাঁর কথায়, “আমার মনে হয় না এটা ধোনির শেষ আইপিএল। ও এখনও যথেষ্ট ফিট। আমার মনে হয় আরও দু-একটা মরশুম ও অবশ্যই খেলবে। অন্তত আরও একটা মরশুম তো বটেই। কারণ ধোনি এখনও যথেষ্ট ফিট।” তাহলে কি আগামী কয়েক বছরও কি হেলিকপ্টার শটে ছক্কা হাঁকাবেন মাহি? আশায় বুক বাঁধছে ভক্তকুল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.