Advertisement
Advertisement

Breaking News

Chennai Super Kings

জলে গেল রোহিতের শতরান, ওয়াংখেড়েতেই মুম্বই বধ চেন্নাইয়ের

ফিনিশার ধোনির দাপটে ম্লান হিটম্যানের সেঞ্চুরি।

Chennai Super Kings beat Mumbai Indians
Published by: Anwesha Adhikary
  • Posted:April 14, 2024 11:25 pm
  • Updated:April 14, 2024 11:37 pm  

চেন্নাই সুপার কিংস: ২০৬/৪ ঋতুরাজ ৬৯, দুবে ৬৬, হার্দিক ২/৪৩)

মুম্বই ইন্ডিয়ান্স: ১৮৬/৬ (রোহিত ১০৫*, পাথিরানা ৪/২৮)

Advertisement

২০ রানে জয়ী চেন্নাই সুপার কিংস 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেন্নাইয়ের হলুদ জার্সিতে মাহির ২৫০ তম ম্যাচ। সেই ম্যাচে ফিনিশার ধোনির দাপট। দুইয়ে মিলে জয় ছিনিয়ে নিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। টানা তিন ম্যাচ জয়ের স্বপ্ন ভেঙে গেল মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians)। রোহিত শর্মার ঝোড়ো শতরান হেরে গেল তরুণ মাথিশা পাথিরানার দুরন্ত বোলিংয়ের কাছে।

ওয়াংখেড়েতে এল ক্লাসিকো। আইপিএলের (IPL 2024) সফলতম দুই দলের লড়াই। একেবারে টানটান লড়াইয়ের সাক্ষী থাকলেন দর্শকরা। ধোনি ধামাকা থেকে রোহিতের দুরন্ত ইনিংস- রবিবারের সন্ধ্যা জমিয়ে দিলেন ভারতীয় দলের দুই অধিনায়ক। টসে জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠিয়েছিলেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। কৌশল বদলে এদিন অজিঙ্কা রাহানেকে ওপেন করতে পাঠিয়েছিল চেন্নাই। তবে সেই প্ল্যান কাজে লাগেনি। পরে ইনিংসের হাল ধরেন চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ও শিবম দুবে। শেষ ওভারে ধোনির ৪ বলে ২০ রানের ক্যামিওতে ভর করে ২০০র গণ্ডি পেরিয়ে যায় চেন্নাই।

[আরও পড়ুন: চেন্নাই দলে ফিরছেন পূজারা? নয়া বার্তায় উসকে দিলেন জল্পনা]

২০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে মুম্বইয়ের ওপেনিং জুটি। তবে পাওয়ার প্লে শেষ হতেই আউট হয়ে যান ঈশান কিষান। এদিন ব্যর্থ সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া সকলেই। তবে ক্রিজের একদিক থেকে লড়াই চালিয়ে যাচ্ছিলেন রোহিত শর্মা। খানিকটা চেষ্টা করেন তিলক বর্মা। তবে ২০ বলে ৩১ রান করেই ফিরতে হয় তাঁকে। মাত্র ১৩ রান করে আউট হয়ে যান টিম ডেভিডও।

শেষ পর্যন্ত মরিয়া চেষ্টা চালিয়ে গিয়েছিলেন রোহিত। আইপিএলে নিজের দ্বিতীয় সেঞ্চুরিটিও হাঁকিয়ে ফেললেন হিটম্যান। কিন্তু চেন্নাই বোলারদের আঁটসাট বোলিংকে প্রতিহত করে দলকে জয়ের দিশা দেখাতে পারলেন না। ২০ রানে ম্যাচ হারল মুম্বই। রোহিতের সেঞ্চুরির দিনে জয়ের হাসি পাথিরানার মুখে। ৪ ওভারে মাত্র ২৮ রান দিয়ে তুলে নিয়েছেন ৪ উইকেট। কৃপণ বোলিং শার্দূল ঠাকুর আর তুষার দেশপাণ্ডেরও। বড় ব্যবধানে হেরে পয়েন্ট টেবিলে ৮ নম্বরে নেমে গেল হার্দিকের মুম্বই।

[আরও পড়ুন: সল্ট ঝড়ে উড়ে গেল লখনউ, ঐতিহাসিক জয় দিয়েই বর্ষবরণ নাইটদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement