Advertisement
Advertisement

চিপকে ফিরল মাহি ম্যাজিক, দিল্লিকে হারিয়ে প্লে অফ কার্যত নিশ্চিত চেন্নাইয়ের

চেন্নাই বোলিংয়ের সামনে গুটিয়ে গেল দিল্লির ব্যাটিং।

Chennai Super Kings beat Delhi Capitals after MS Dhoni cameo | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:May 10, 2023 11:15 pm
  • Updated:May 10, 2023 11:26 pm  

চেন্নাই সুপার কিংস: ১৬৭ (দুবে ২৫, ঋতুরাজ ২৪, মার্শ ৩/১৮)

দিল্লি ক্যাপিটালস: ১৪০/৮ (রশো ৩৫, মণীশ ২৭, পাথিরানা ৩/৩৭ )

Advertisement

২৭ রানে জয়ী চেন্নাই। 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবারের চিপকে ফের পুরনো মেজাজে ধরা দিলেন চেন্নাই ভক্তদের প্রিয় থালা ধোনি (MS Dhoni)। তাঁর ঝোড়ো ইনিংসে ভর করেই ম্যাচ জিতল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। প্লে অফের দৌড়ে নিজেদের জায়গাও প্রায় পাকা করে ফেলল ইয়েলো আর্মি। অন্যদিকে, প্লে অফের লড়াই থেকে কার্যত ছিটকে গেল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। পয়েন্ট তালিকায় সকলের নীচেই রয়েছে ডেভিড ওয়ার্নারের দল।

চলতি আইপিএলটাই (IPL) মহেন্দ্র সিং ধোনির শেষ টুর্নামেন্ট বলে ধরে নিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। আর টুর্নামেন্টের শুরু থেকেই মারমুখী ফর্মে রয়েছেন ক্যাপটেন কুল নিজেও। এদিন মাত্র ৯ বলে ২০ রানের ক্যামিও ইনিংস খেললেন থালা ধোনি। দুটো ছক্কা আর একটা চার মেরে চেন্নাইয়ের রানরেট বেশ ভাল জায়গায় পৌঁছে দেন। অধিনায়ককে সঙ্গত করেন জাদেজা। দিল্লির ইনিংসে ভাল বল করেন চেন্নাইয়ের সব বোলাররাই। দীপক চাহার আর মাথিশা পাথিরানার দাপটে উইকেট চলে যায় দিল্লির। 

[আরও পড়ুন: আগামী মরশুমের জন্য ‘সেকেন্ড স্ট্রাইকার’ পেয়ে গেল ইস্টবেঙ্গল, ক্লেটনের সঙ্গে জুটি বাঁধছেন কে?]

টসে জিতে ব্যাটিং করতে নেমে বেশ মন্থর গতিতেই রান তুলছিল চেন্নাই। ফর্মে থাকা ডেভন কনওয়ে মাত্র ১০ রান করে আউট হয়ে যান। সেভাবে বড় রানের ইনিংস খেলতে পারেননি চেন্নাইয়ের কোনও ব্যাটার। শিবম দুবে, ঋতুরাজ গায়কোয়াড়রা অবশ্য কার্যকরী ব্যাটিং করে স্কোরবোর্ড সচল রাখেন। শেষে ধোনি-জাদেজার পার্টনারশিপে ১৫০ পেরয় চেন্নাই। একই ওভারে ধোনি ও জাদেজার উইকেট তুলে নেন মিচেল মার্শ।

১৬৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় দিল্লি। ইনিংসের দ্বিতীয় ওভারেই অধিনায়ক ওয়ার্নারের উইকেট তুলে নেন দীপক চাহার। ফর্মে থাকা ফিল সল্টও চাহারেরই শিকার। দুই ওপেনার আউট হওয়ার পরেই দিল্লির ম্যাচে ফেরার সম্ভাবনা ক্রমেই ফিকে হতে শুরু করে। জাদেজা-মইন আলিদের আঁটসাট বোলিংয়ের সামনে গুটিয়ে যায় দিল্লির ব্যাটিং লাইন আপ। রাইলি রশো চেষ্টা করলেও রানের গতি বাড়াতে পারেননি। একাই তিন উইকেট তুলে নেন মাথিশা পাথিরানা। ভাল ব্যবধানে জিতে প্লে অফ খেলা কার্যত নিশ্চিত মাহি ব্রিগেডের।

[আরও পড়ুন: বিয়ের তিনমাস পরেও কেন হল না সন্তান? হতাশায় আত্মঘাতী নববধূ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement