Advertisement
Advertisement
Chandrakant Pandit

কোহলি-রোহিতদের হেডস্যর হতে চেয়েছিলেন, কিন্তু আবেদনই করতে পারেননি পণ্ডিত, কেন?

নিজেই ফাঁস করলেন সেই তথ্য।

Chandrakant Pandit expresses his interest to be India team coach but age bar restricts him

চন্দ্রকান্ত পণ্ডিত।

Published by: Krishanu Mazumder
  • Posted:May 30, 2024 4:22 pm
  • Updated:May 30, 2024 4:22 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি মিলিটারি কোচ। তাঁর জন্য মানসিক অবসাদে ভুগতে হয়েছে পাঞ্জাবের ক্রিকেটারকে, এমন অভিযোগও করা হয়েছে তাঁর বিরুদ্ধে। সেই চন্দ্রকান্ত পণ্ডিত (Chandrakant Pandit) জানালেন, ভারতীয় দলের হেড কোচ পদের জন্য তিনি আগ্রহী বটে কিন্তু আবেদন করতে পারেননি। এই মুহূর্তে যা খবর, তাতে জাতীয় দলের কোচ হওয়ার ব্যাপারে এগিয়ে রয়েছেন কেকেআর মেন্টর গৌতম গম্ভীর।
ঘরোয়া ক্রিকেটে চন্দ্রকান্ত পণ্ডিত সফল। মুম্বইয়ের হয়ে ২০০২-০৩, ২০০৩-০৪ এবং ২০১৫-১৬ মরশুমে রনজি ট্রফি জিতেছেন। বিদর্ভর হয়ে ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ মরশুমে দুবার রনজি চ্যাম্পিয়ন হয়েছেন। মধ্যপ্রদেশের হয়ে একবার রনজি জিতেছেন। তাঁর নামের পাশে লেখা আইপিএল খেতাবও। 

[আরও পড়ুন: আইপিএল ফাইনালে ‘বিমুখ’ বাবররা! ‘সুযোগ পায়না বলেই কষ্ট’, খোঁচা ভারতীয় সমর্থকদের]

যোগ্যতা থাকা সত্ত্বেও পণ্ডিত কিন্তু আবেদন করতে পারেননি। তার কারণ একটাই। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড হেড কোচের পদের জন্য যে বিজ্ঞাপন দিয়েছে, তাতে শর্ত দিয়েছে প্রার্থীর বয়স ৬০ বছরের কম হতে হবে। পণ্ডিতের বয়স ৬২। ফলে তাঁর ইচ্ছা থাকলেও আবেদন করতে পারেননি। পণ্ডিত বলেছেন, ”এই মরশুমে আমি ভেবেছিলাম কিন্তু যে শর্ত দেওয়া হয়েছে, দুর্ভাগ্যবশত তা পূরণ করতে পারিনি। ভারতীয় দলের হেড কোচ হতে অবশ্যই চাই। কে চাইব না? ভারতীয় ক্রিকেটের উন্নতি চাই। রাজ্য স্তরের ক্রিকেট বহু দেখেছি তাহলে জাতীয় দলের ক্রিকেটের দিকে এবার নজর দেব না?”

Advertisement

[আরও পড়ুন: মহিলা ভক্তের সঙ্গে ছবি তুলতে গিয়ে অস্বস্তিকর প্রশ্নের মুখে শাদাব, হতভম্ব পাক তারকা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement