Advertisement
Advertisement

Breaking News

IPL 2022

IPL 2022: কঠিন হচ্ছে আইপিএলের লড়াই, কোন অঙ্কে এখনও প্লে অফে পৌঁছতে পারে কেকেআর ও চেন্নাই?

এবারের টুর্নামেন্ট ভাল যাচ্ছে না কেকেআর ও সিএসকের।

Chances of KKR and CSK to reach playoffs | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 10, 2022 4:28 pm
  • Updated:May 10, 2022 4:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর ঠিক দু’সপ্তাহ পরেই শুরু হবে ২০২২ আইপিএলের (IPL 2022) প্লে-অফ। এখন টুর্নামেন্টের সব ক’টা ম্যাচই মরণ-বাঁচনের। প্লে-অফের দৌড় থেকে প্রায় হারিয়ে যেতে যেতেও গতকাল মুম্বইকে হারিয়ে ক্ষীণ আশা জাগিয়ে রেখেছে গতবারের ফাইনলিস্ট কলকাতা নাইট রাইডার্স। গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের অবস্থাও খুবই খারাপ। ছিটকে গিয়েছে পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স।

প্লে অফে নিজেদের জায়গা প্রায় পাকা করে ফেলেছে লখনউ সুপার জায়ান্টস এবং গুজরাট টাইটান্স। রাজস্থান রয়্যালসও লিগ টেবিলের তৃতীয় স্থানে থেকে প্লে-অফে যেতেই পারে। লড়াইটা মূলত চতুর্থ দল হিসাবে কোন দল প্লে অফে যাবে, তা নিয়েই। প্লে অফের সেই দৌড়েই সামিল গত মরশুমের দুই ফাইনলিস্ট কেকেআর এবং সিএসকে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, এই দুই দলের পক্ষে প্লে অফে যাওয়া অসম্ভব। কিন্তু জটিল অঙ্কের বিচারে এখনও বেঁচে রয়েছে প্লে অফের স্বপ্ন।

Advertisement

[আরও পড়ুন: এবার বিজেপি যুব মোর্চার সম্মেলনে দেখা যাবে রাহুল দ্রাবিড়কে? কী বলছে বিসিসিআই?]

১২ ম্যাচ খেলে কেকেআর (KKR) পেয়েছে ১০ পয়েন্ট। লিগ তালিকায় আপাতত সপ্তম স্থানে রয়েছে শ্রেয়স ব্রিগেড। বাকি রয়েছে মাত্র দু’টি ম্যাচ। এমতাবস্থায় প্লে অফে যেতে গেলে বেশ কয়েকটি অঙ্কের সামনে দাঁড়িয়ে কেকেআর।

 ১৪ মে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামবে কেকেআর। আগের সাক্ষাতে ৭ উইকেটে কেন উইলিয়ামসনের দলের বিরুদ্ধে হারতে হয়েছিল তাদের। তবে এইবার ম্যাচ জিততেই হবে। লিগ টেবিলের শীর্ষে থাকা লখনউয়ের বিরুদ্ধে টুর্নামেন্টের শেষ ম্যাচ খেলবে কেকেআর। প্রথম সাক্ষাতে কে এল রাহুলের দলের বিরুদ্ধে মাত্র ১০১ রানে অল আউট হয়ে গিয়েছিল তারা। সেই হারের মধুর প্রতিশোধ নেওয়ার জন্য ম্যাচটা জিততেই হবে কেকেআরকে।   

কেকেআরের মাথাব্যথা তাদের রানরেট। শেষ দু’টি ম্যাচে বড় ব্যবধানে জিতলে তবেই রান রেট ভাল হবে। একাধিক দল সমান পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করলে রান রেটে এগিয়ে থাকা দলই প্লে অফে যাবে।ম্যাচ জেতা ছাড়াও তাদের তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির দিকে। কেকেআর ভক্তরা চাইবেন, বাকি ম্যাচ গুলির ফলাফল যেন এরকম হয়।

  • রাজস্থানের কাছে হারতে হবে দিল্লিকে।
  • বাকি দুই ম্যাচে আরসিবিকে হারতে হবে পাঞ্জাব এবং গুজরাটের কাছে।
  • দিল্লি বনাম পাঞ্জাব ম্যাচে কেকেআর চাইবে দিল্লির জয়। অর্থাৎ হারতে হবে পাঞ্জাবকে। 
  • মুম্বইয়ের বাকি রয়েছে তিনটি ম্যাচ। চেন্নাই, হায়দরাবাদ এবং দিল্লি- এই তিন দলকেই মুম্বই হারালে নাইটদের রাস্তা প্রশস্ত হবে। 
  • হায়দরাবাদ হারিয়ে দিক পাঞ্জাবকে, তাহলে সুবিধা কেকেআরের। 
  • রাজস্থানের বিরুদ্ধে চেন্নাইয়ের জয় দেখতে চান নাইটভক্তরা।  

১১ ম্যাচ খেলে ৮ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকায় এখন নয় নম্বরে রয়েছে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই (CSK)। তাদের শেষ তিনটি ম্যাচ খেলতে হবে মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালস- এই তিনটি দলের বিরুদ্ধে। মুম্বইয়ের বিরুদ্ধে টানটান উত্তেজক ম্যাচে জয় পেয়েছিল চেন্নাই। গুজরাটের বিরুদ্ধে প্রায় জিতে যাওয়া ম্যাচ হাতছাড়া হয় ধোনিদের। তবে ভাল নেট রান রেট ভাল থাকায় কিছুটা স্বস্তিতে থাকবে মাহি ব্রিগেড। কেকেআরের মতোই বড় ব্যবধানে সব ম্যাচ জিতেও অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে চেন্নাইকে 

  • রাজস্থানের কাছে দিল্লি হারলে লাভবান হবে চেন্নাই। 
  • পাঞ্জাব এবং গুজরাটের কাছে হারতে হরে আরসিবিকে। সেক্ষেত্রে সুবিধা পাবে সিএসকে। 
  • কেকেআরের বশ্যতা হায়দরাবাদ স্বীকার করলে লাভ ধোনিদেরই।  
  • দিল্লি যদি পাঞ্জাবকে হারায়, তাহলে সিএসকের জন্য তা ভাল।  
  • দিল্লি এবং হায়দরাবাদকে যদি হারায় মুম্বই, তাহলে সুবিধা হতে পারে ধোনিদের। 
  • হায়দরাবাদের কাছে পাঞ্জাব পরাজিত হলে সিএসকে অ্যাডভান্টেজ পাবে। 

এরকম ফলাফল হলে তবেই প্লে-অফে যেতে পারে চেন্নাই।  

[আরও পড়ুন: সেপ্টেম্বরে ভারতে আসছে অস্ট্রেলিয়া, খেলবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement