সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে প্রবল চাপে পাকিস্তান। ভারতের আপত্তির সঙ্গে এখন সরাসরি ‘হুমকি’ পেতে হয়েছে আইসিসির দিকে। যা পরিস্থিতি, তাতে হাইব্রিড মডেলে রাজি হওয়া ছাড়া কোনও উপায় নেই পাক বোর্ডের কাছে। তবে ভাঙলেও মচকাতে রাজি নয় তারা। হাইব্রিড মডেলে রাজি হলেও, কিছু শর্ত দিতে পারে তারা।
কী সেই শর্ত? যদি ভারত সেমিফাইনাল পর্যন্ত না যায়, তাহলে বাকি ম্যাচ লাহোর থেকে সরানো যাবে না। নতুবা ভারত দুবাইয়ে খেলবে। সেক্ষেত্রে গ্রুপ স্টেজ ও নকআউটের ম্যাচ দুবাইয়েই নামবেন রোহিতরা। এর সঙ্গে রয়েছে আরও একটি দাবি। তাদের বক্তব্য, ভবিষ্যতে ভারতে আইসিসি ইভেন্টগুলোতেও তাদের নিরপেক্ষ ভেন্যুতে খেলতে দিতে হবে। সেটা কার্যকর করতে হবে ২০৩১ পর্যন্ত।
আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু ভারতের আপত্তির কারণে এখনও সূচি প্রকাশ করা যায়নি। এমনকী পাকিস্তানে আদৌ এই ট্রফি হবে কিনা, সেই নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। বিকল্প বলতে রয়েছে হাইব্রিড মডেল। তাতে আবার পিসিবি-র আপত্তি। কিন্তু আইসিসি থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যদি হাইব্রিড মডেলে তারা রাজি না হয়, সেক্ষেত্রে পাকিস্তান থেকেই এই টুর্নামেন্ট সরে যাবে।
এর মধ্যে দুবাইয়ে সংযুক্ত আরব আমিরশাহীর ক্রিকেট বোর্ডের প্রধান মুবাশির উসমানির সঙ্গে মিটিং করেন পিসিবি প্রধান নকভি। অনুমান করা হচ্ছে, যেহেতু ভারতের ম্যাচ দুবাইয়ে হবে, তার প্রস্তুতিও শুরু হয়ে গেল এই মিটিংয়ে। তবে কোনও কিছুই এখনও প্রকাশ্যে আসেনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.