Advertisement
Advertisement

Breaking News

Champions Trophy 2025

ভারত-পাক যুদ্ধে বাবরদের এগিয়ে রাখছেন যুবি, রোহিতরা হারলে ‘মজা’ হবে, দাবি আরেক প্রাক্তনীর!

কিন্তু কেন এরকম ভবিষ্যদ্বাণী দুই প্রাক্তনের?

Champions Trophy 2025: Yuvraj Singh says Pakistan is advantage and Atul Wassan wants India to lose
Published by: Arpan Das
  • Posted:February 22, 2025 11:28 am
  • Updated:February 22, 2025 11:33 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝে আর একটা দিন। তারপরই চ্যাম্পিয়ন্স ট্রফির মহাযুদ্ধে সম্মুখীন হচ্ছে ভারত-পাকিস্তান। যে মহা-ম্যাচের অপেক্ষায় চাতক পাখির মতো বসে রয়েছে গোটা ক্রিকেটবিশ্ব। কিন্তু সেই ম্যাচের আগে পাকিস্তানকে ‘অ্যাডভান্টেজ’ বলছেন যুবরাজ সিং। অন্যদিকে আরেক প্রাক্তন ভারতীয় ক্রিকেটারও চাইছেন পাকবাহিনীই জিতুক। কিন্তু কেন?

Advertisement

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচ হেরে যাওয়ার ফলে ভারত ম্যাচ পাকিস্তানের ‘মাস্ট উইন’ হয়ে গিয়েছে। যদি ভারতের বিরুদ্ধে রবিবারও হেরে যান মহম্মদ রিজওয়ান-শাহিন শাহ আফ্রিদিরা, তা হলে তাঁদের টুর্নামেন্ট সেমিফাইনাল খেলার আশা কার্যত শেষ হয়ে যাবে। ভারত সেখানে আবার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে নিজেদের প্রথম ম্যাচ জিতে।

যুবরাজ সিং কিন্তু রবিবাসরীয় যুদ্ধে পাকিস্তানকেই এগিয়ে রাখছেন! “আমি তো বলব, অ্যাডভান্টেজ পাকিস্তান। কারণ, দুবাই ওদের বেস। ওখানে প্রচুর ক্রিকেট খেলেছে ওরা। পরিবেশ কেমন হয়, জানে,” বলে দিয়েছেন যুবরাজ। যদিও পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি মনে করেন, ভারত অনেক এগিয়ে। কারণ রোহিতদের হাতে ম্যাচ উইনার বেশি। যুবরাজ এই তত্ত্ব সমর্থন করেও বলছেন, “শাহিদের সঙ্গে আমি একমত যে, আমাদের হাতে ম্যাচ উইনার বেশি। কিন্তু ভারত-পাকিস্তান যুদ্ধ শুধুমাত্র ম্যাচ উইনাররা ঠিক করে দেয় না। একজন প্লেয়ারও খেলা নিয়ে চলে যেতে পারে।”

অন্যদিকে ভারতের প্রাক্তন ক্রিকেটার অতুল ওয়াসান চাইছেন পাকিস্তানই জিতুক। কিন্তু কেন এরকম চাইছেন তিনি? অতুলের যুক্তি, “কারণ তাতে একটু মজা হবে। অন্তত টুর্নামেন্টের দিক থেকে। পাকিস্তান যদি হেরে যায়, তাহলে আর কিছু পড়ে থাকবে কি? আর যদি পাকিস্তান জেতে, তাহলে অন্তত একটু প্রতিযোগিতা থাকবে। একটু সমানে-সমানে লড়াই হবে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement