সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও একবার চ্যাম্পিয়নের মুকুট ভারতের মাথায়। এই নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল টিম ইন্ডিয়া। দুবাইয়ের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে নিলেন রোহিতরা। তারপর শুধু ট্রফি হাতে সেলিব্রেশন নয়, তাঁদের পরনে সাদা ব্লেজার। স্বাভাবিকভাবেই প্রশ্ন, কী মাহাত্ম্য এই ব্লেজারের? কেনই বা পরানো হয় ব্লেজার?
২০০৯ সালে প্রথমবার আবির্ভাব ঘটে এই সাদা পোশাকের। তার আগে পর্যন্ত এর কোনও অস্তিত্ব ছিল না। ২০০২ সালে ভারত যখন যুগ্মভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে, তখনও সৌরভরা কোনও আলাদা পোশাক পরেননি। ২০০৯-এ আইসিসি এই নতুন রীতি নিয়ে আসে। প্রাক্তন পাক তারকা ওয়াসিম আক্রমের মতে এই পোশাক আসলে, “প্রতিভা ও ঐতিহ্যের প্রতীক। যাঁরা সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলেছে, তাঁদের সফরকে সম্মান জানানো হয় এই পোশাকে।”
আইসিসি-র থেকেও বলা হয়, “এই সাদা পোশাক আসলে চ্যাম্পিয়নদের সম্মান জানানোর জন্য। যে সাফল্য পরের প্রজন্মকে অনুপ্রাণিত করবে। এই জ্যাকেট শেষ পর্যন্ত লড়াই করে চ্যাম্পিয়ন হওয়ার সফরের গল্প বলবে।” অনেকের মতে, মাস্টার্স গলফ টুর্নামেন্টে যেমন সবুজ জ্যাকেট দেওয়া হয় কিংবা উইলম্বডনে পুরো সাদা পোশাক পরতে হয়, চ্যাম্পিয়ন্স ট্রফির সাদা ব্লেজারও অনেকটাই সেরকম।
মুম্বইয়ের ফ্যাশন ডিজাইনার ববিতা এম এই পোশাকটি বানিয়েছিলেন। ইটালিয়ান তুলো দিয়ে তৈরি, সঙ্গে সোনার মোড়কে চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো থাকে। ২০১৩-র চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর উৎসবে মেতেছিলেন ধোনি-বিরাটরা। এবার চিরাচরিত সাদা ব্লেজারে ডান্ডিয়া নাচলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা।
Rohit Sharma forges a captain’s knock as India see through a nervy chase to be crowned three-time #ChampionsTrophy winners
More
https://t.co/3neikxddNX pic.twitter.com/9dkx2D1C1d
— ICC (@ICC) March 9, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.