সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩০০তম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলতে নামছেন বিরাট কোহলি। বিরাটের সেই মাইলফলকের ম্যাচের সাক্ষী থাকবেন তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা এবং দাদা বিকাশ কোহলি। নিজের ৩০০তম ম্যাচে বেশ কয়েকটি রেকর্ডও ভাঙার সুযোগ থাকছে কোহলির সামনে। ভারত অধিনায়ক রোহিত শর্মাও রবিবার নয়া মাইলফলকের সামনে দাঁড়িয়ে।
এমনিতে ক্রিকেটারদের স্ত্রী ও পরিবারের সদস্যদের বিদেশ সফরে নিয়ে যাওয়া নিয়ে কড়া নিয়ম চালু করেছে বিসিসিআই। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সেই নিয়ম শিথিল করা হয়েছে। সেই সুযোগ নিয়েই বিরাটের ৩০০ তম ম্যাচ দেখতে দুবাই উড়ে গিয়েছেন অনুষ্কা। সঙ্গে গিয়েছেন বিরাটের দাদা বিকাশ কোহলিও। দুজনেই গ্যালারি থেকে বিরাটের মাইলফলকের ম্যাচ দেখবেন।
এই ম্যাচে শচীন তেণ্ডুলকরের একাধিক রেকর্ড ভেঙে দিতে পারেন বিরাট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রান রয়েছে শচীনের। তিনি ৪২ ম্যাচে ১৭৫০ রান করেছিলেন। সেই রেকর্ড আজ ভেঙে দিতে পারেন কোহলি। তিনি ৩১ ম্যাচে ১৬৪৫ রান করেছেন। রবিবার ১০৬ রান করলে সেই রেকর্ড ভেঙে ফেলবেন বিরাট। সেঞ্চুরি করতে পারলে কিউয়িদের বিরুদ্ধে সর্বাধিক শতরান করার রেকর্ডও গড়ে ফেলতে পারবেন বিরাট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিরাটের সেঞ্চুরি সংখ্যা ৬। আপাতত রিকি পন্টিং এবং বীরেন্দ্র শেহওয়াগেরও একই সংখ্যক সেঞ্চুরি রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোহলি পাঁচটি অর্ধশতরান এবং একটি শতরান করেছেন। আইসিসি প্রতিযোগিতায় কোহলির অর্ধশতরান বা তার বেশি রানের সংখ্যা ২৩, যা শচীনের সমান। রবিবার কোহলি হাফ সেঞ্চুরি করতে পারলে সেই রেকর্ডও ভেঙে যাবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান রয়েছে শিখর ধাওয়ানের। ১০ ম্যাচে ৭০১ রান করেছিলেন তিনি। দ্বিতীয় স্থানে সৌরভ গঙ্গোপাধ্যায়। ১৩ ম্যাচে তিনি করেন ৬৬৫ রান। কোহলি ১৫ ম্যাচে ৬৫১ রান করে তৃতীয় স্থানে রয়েছেন। রবিবার দুজনকেই টপকে যাওয়ার সুযোগ রয়েছে বিরাটের সামনে।
শচীনের একটি রেকর্ড রবিবার ভাঙতে পারেন রোহিত শর্মাও। অধিনায়ক হিসাবে তেণ্ডুলকর আন্তর্জাতিক ক্রিকেটে ২৪৫৪ রান করেছেন। রোহিতের রানসংখ্যা ২৩৮৭। রবিবার শচীনের রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে রোহিতের সামনে। এছাড়া নিরপেক্ষ ভেন্যুতে প্রথম ভারতীয় হিসাবে ২৫০০ রান গড়ার রেকর্ডও গড়ে ফেলতে পারেন রোহিত। আপাতত তাঁর সংগ্রহ ২৪৯৭ রান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.